ঢাকা , শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ , ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমরা দাসত্বের মধ্যে থাকতে চাই না -প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতরা যে কারও বাসায় যেতে পারেন-পররাষ্ট্র উপদেষ্টা সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্লাব সংগঠনের ফের মাঠে নামছে এনসিপি আরও কঠিন হচ্ছে আ’লীগের ফেরার পথ বিএনপি চায় সংসদে জামায়াত গণভোটে আমতলীত ও তালতলীতে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের জন্য বিকল্প ব্যবস্থা অব্যাহত থাকবে হাসপাতাল মর্গে বেওয়ারিশ লাশের স্তূপ যানজটে আটকা সড়ক উপদেষ্টা, ১২ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার নির্দেশ রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গণভোটে নোট অব ডিসেন্ট গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান আলী রীয়াজের দৈনিক জনতার প্রকাশক ছৈয়দ এম আন্ওয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবাষির্কী আজ আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফিফার কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল আমি আশাবাদী, আমরা ভালো করতে পারব : শমিত সিরিয়ার বিপক্ষে দারুণ জয় পেলো মেয়েরা ভারতের আম্পায়ারই কাল হলো বাংলাদেশের? ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও জিততে পারলোনা বাঘিনীরা বাংলাদেশ সফরের জন্য টেস্ট দল ঘোষণা দিলো আয়ারল্যান্ড প্রথমবারের মতো মাদ্রাসা ক্রিকেট চালু করতে যাচ্ছে বিসিবি

দৈনিক জনতার প্রকাশক ছৈয়দ এম আন্ওয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবাষির্কী আজ

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ১১:০৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ১১:০৯:৪৭ অপরাহ্ন
দৈনিক জনতার প্রকাশক ছৈয়দ এম আন্ওয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবাষির্কী আজ
এই জগতে সত্য বলতে যদি কিছু থেকে থাকে তাহলো মৃত্যু। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত। আজকের এই দিনে ২০২২ সালের ৯ অক্টোবর দুপুর ১টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, শিক্ষানুরাগী, বাংলাদেশ কয়লা আমদানিকারক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত কলামিস্ট ও দৈনিক জনতা পত্রিকার প্রকাশক ছৈয়দ এম আন্ওয়ার হোসেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তবে পরবর্তীকালে তার স্ত্রী মারা যান। আজ তাঁর তৃতীয় মৃত্যুবাষির্কী।  আমরা দৈনিক জনতা পরিবার এবং মরহুমের পরিবার বর্গ শোকাহত। তাঁর মৃত্যুবাষির্কী উপলক্ষে দৈনিক জনতা’র কার্যালয়ে শোক সভার আয়োজন করা হয়েছে।
ছৈয়দ এম আন্ওয়ার  হোসেন ঝালকাঠি জেলায় তাঁর নিজ গ্রাম কৃষ্ণকাঠিতে টাইগার স্কুল প্রতিষ্ঠা করে অনবদ্য ভুমিকা রেখে গেছেন।  এছাড়া সৈয়দ আন্ওয়ার ঝালকাঠি জেলা সমিতির সাবেক সভাপতি এবং এসমা লিমিটেডের ব?্যবস্থপনা পরিচালক ছিলেন। ১৯৮৯ সালে তাঁর নেতৃত্ব ঝালকাঠি জেলা সমিতি প্রতিষ্ঠিত হয়। এ ছাড়াও সমাজের অবহেলিত ছিন্নমূল শিশুদের জন্য কাজ করেছেন তিনি। প্রতিনিয়ত সমাজের গরীব দুঃখী মানুষের পাশে নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি।
ছৈয়দ এম আন্ওয়ার  হোসেন ঝালকাঠী জেলার ৬নং বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামে গরিবের বন্ধু নামে পরিচিত ছিলেন। তাঁর এলাকার কৃষক, দিনমজুর, জেলেসহ অসহায় কোন মানুষ তাঁর কাছে গেলে তিনি কখনও তাদের খালি হাতে ফিরাতেন না। তাইতো তিনি সেই সকল মানুষের কাছে চির অমর হয়ে থাকবেন চিরদিন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স