এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে খেলতে দেশে ফিরেছেন শমিত সোম। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ঢাকায় এসে পৌঁছান কানাডাপ্রবাসী এই মিডফিল্ডার। এরপর শোনান আশার বানী। কানাডার লিগে খেলা শমিত বলেছেন, ‘আমি আশাবাদী, আমরা ভালো করতে পারব। ভালো খেলা হবে। তারা (হংকং) কঠিন দল, তাই দেখি কীরকম হয়। তবে ভালো করতে পারি, দুই খেলায়ই জিততে পারি।’ দুদিন আগেই দেশে এসেছেন দলের বড় তারকা হামজা চৌধুরীর। কানাডা প্রবাসী শামিতের অপেক্ষায়ও ফুরাচ্ছে। আজ বিকেলে হ্যাভিয়ের ক্যাবরেরার দলের অনুশীলনে দেখা যাবে তাকে। নিজের প্রস্তুতি নিয়ে শমিত বলেছেন, ‘আমার বিশ্বাস প্রস্তুতি দারুণ হবে। খুবই রোমাঞ্চিত। আশা করি স্টেডিয়ামে দেখা হবে। ইনজুরি নিয়ে এখন কোনো সমস্যা নেই, পুরোপুরি ফিট আছি।’
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

আমি আশাবাদী, আমরা ভালো করতে পারব : শমিত
- আপলোড সময় : ০৮-১০-২০২৫ ১০:৫৬:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১০-২০২৫ ১০:৫৬:১৬ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ