
ভারতের আম্পায়ারই কাল হলো বাংলাদেশের?
- আপলোড সময় : ০৮-১০-২০২৫ ১০:৩৫:১৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১০-২০২৫ ১০:৩৫:১৫ অপরাহ্ন


বলতে গেলে এক হেদার নাইটই হারিয়ে দিলেন বাংলাদেশকে। গত মঙ্গলবার গৌহাটিতে নারী বিশ্বকাপের ম্যাচে ১৭৮ রান তাড়া করতে নেমে ১০৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচ বের করে নিয়েছেন অভিজ্ঞ হেদার নাইট। অপরাজিত ৭৯ রানের ইনিংসে ইংল্যান্ডকে জিতিয়েই মাঠ ছেড়েছেন হেদার। আশা জাগিয়েও হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। অথচ এই হতাশাটা উচ্ছ্বাসে পরিণত হতে পারতো! জয়ের নায়ক হেদার নাইট ব্যক্তিগত ১৩ রানে বিতর্কিত এক সিদ্ধান্তে বেঁচে যান। ভারতীয় আম্পায়ার গায়াত্রী ভেনুগোপালানের যে সিদ্ধান্ত নিয়ে এখনও চলছে জোর বিতর্ক। ইংল্যান্ডের ইনিংসের ১৫তম ওভারের ঘটনা। ফাহিমার বলে কাভারে ক্যাচ দেন নাইট। নিচু হয়ে আসা ক্যাচটি দারুণ দক্ষতায় তালুবন্দি করেন স্বর্ণা আক্তার। নাইট নিজেও ভেবেছিলেন আউট, রওয়ানা দিচ্ছিলেন ড্রেসিংরুমের দিকে। মাঠের আম্পায়ার তাকে থামান। ক্যাচটি ঠিকভাবে নেওয়া হয়েছে কিনা, নিশ্চিত হতে টিভি আম্পায়ারের সঙ্গে যোগাযোগ করেন। টিভি আম্পায়ার গায়াত্রী ভেনুগোপালান রিপ্লে দেখে মনে করেছেন, ফিল্ডারের (স্বর্ণা) আঙুল বলের নিচে ছিল না, সে কারণে নাইটকে ‘নট আউট’ ঘোষণা করেন। শেষ পর্যন্ত নাইটই বাংলাদেশের জয়ের স্বপ্ন ভেঙেছেন। ম্যাচ শেষে বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুন বলেন, ‘(হিদার নাইটের) ওই উইকেটটা কত গুরুত্বপূর্ণ ছিল, তা আমরা সবাই জানি। সিদ্ধান্তটি আমাদের পক্ষে এলে ম্যাচের ফল ভিন্ন হওয়ার সব রকম সম্ভাবনাই ছিল।’ ম্যাচ জয়ের পর নাইট নিজেই জানিয়েছেন, তিনিও ভেবেছিলেন আউট হয়েছেন। ইংলিশ ব্যাটার বলেন, ‘প্রথমে ভেবেছি, এটা আউট ছিল। ভেবেছিলাম, বলটা ওপরেই ছিল এবং ক্যাচটা ন্যায্য তাই চলে যাচ্ছিলাম। কিন্তু টিভি আম্পায়ার অন্য সিদ্ধান্ত দেন। অবশ্যই একটু তো ভাগ্যের সহায়তা পেয়েছিই।’
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ