ডিজনি সম্প্রতি ‘জুটোপিয়া ২’-এর চূড়ান্ত ট্রেলার, নতুন পোস্টার এবং পোস্টার প্রকাশ করেছে। সিনেমাটি এ বছরের ২৬ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে। প্রথম সিনেমায় শিকারি ও শিকার প্রাণীর সম্পর্ককে মানুষের বিচার ও ধারণার প্রতীক হিসেবে দেখানো হয়েছিল। এবার গল্পের কেন্দ্রে এসেছে রহস্যময় একটি সাপ, যা জুটোপিয়ার শান্ত শহরকে অচেনা দিক থেকে পরীক্ষা করবে। ডিটেকটিভ জুডি হপস (জিনিফার গুডউইন) ও নিক ওয়াইল্ড (জেসন ব্যাটম্যান) শহরের নতুন অংশে আন্ডারকাভার অভিযান চালিয়ে এ রহস্য সমাধানের চেষ্টা করবেন। তাদের অংশীদারত্বে একেবারে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। ট্রেলারের সঙ্গে শাকিরার নতুন গান ‘জু’ প্রকাশ পেয়েছে, যেখানে তিনি আবারও গ্যাজেলের ভয়েস দিয়েছেন। এই গানে শাকিরার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন বিশ্বখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। সিনেমাটি পরিচালনা করছেন অস্কারজয়ী জারেড বুশ ও বায়রন হাওয়ার্ড। প্রযোজনা করছেন ইভেট মেরিনো। অ্যানিমেশনপ্রেমীদের জন্য এটি শুধু একটি রহস্যভর অভিযান নয়, বরং সমকালীন সামাজিক বিষয় যেমন বৈষম্য ও গ্রহণযোগ্যতার প্রতিফলনও দেখাবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

প্রকাশ পেলো ‘জুটোপিয়া ২’-এর চূড়ান্ত ট্রেলার
- আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১১:০৬:৩৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১১:০৬:৩৭ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ