বলিউডে নতুন ঝড় তুলেছেন নবাগত অভিনেতা আহান পান্ডে। তার প্রথম ছবি ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছেন তিনি। এক লাফে স্টারডমে পৌঁছে যাওয়া এই তরুণ অভিনেতাকে নিয়ে এখন তুমুল জল্পনা শোনা যাচ্ছে, বিখ্যাত নির্মাতা আলী আব্বাস জাফরের পরবর্তী সিনেমায় দেখা যেতে পারে আহান ও শর্বরীকে। যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও বলিউড অঙ্গনে শুরু হয়ে গেছে উত্তেজনার ঝড়। ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলা সূত্রে জানা যায়, আলী আব্বাস জাফরের নাম ঠিক না হওয়া সিনেমায় অভিনয় করবেন আহান পান্ডে। আর সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন শর্বরী। এদিকে ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে ইতিহাস গড়েছেন আহান পান্ডে। দেশের জেন-জিদের কাছে আহান পান্ডে বড় তারকা অভিনেতায় পরিণত হয়েছেন। আর শতকোটি আয়ের ব্লকবাস্টার ‘মুঞ্জা’ সিনেমার অংশ ছিলেন শর্বরী। এক দশক পর আহান পান্ডের মতো তারকা পেয়েছে ইন্ডাস্ট্রি। এ তথ্য উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমটিতে এক সূত্র বলেন, এটা বড় নির্মাতাদের মতো আলী আব্বাস জাফরের জন্য উত্তেজনাকর। যে সিনেমা দিয়ে রোমান্স-অ্যাকশন-এন্টারটেইনার তৈরি করতে চাইছেন। এক দশক পর, এমন কিছু নতুন মুখ ও নবাগত অভিনেতা এসেছেন; যাদের বক্স অফিসে গ্রহণযোগ্যতা রয়েছে। জানা যায়, ২০২৬ সালের মার্চ মাসে আলী আব্বাস জাফর সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু করবেন। উল্লেখ্য, শর্বরী অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেছিলেন। ‘পেয়ার কা পঞ্চনামা টু’, ‘বাজিরাও মাস্তানি’, ‘সনু কি টিটু কি সুইটি’ এর মতো আলোচিত সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন এই অভিনেত্রী। ২০২১ সালে যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘বান্টি আউর বাবলি টু’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে। এরপর তিন বছর অভিনয়ে পাওয়া যায়নি শর্বরীকে। ২০২৪ সালে হরর-কমেডি ‘মুঞ্জা’ সিনেমায় অভিনয় করেন। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির পর ১৩০ কোটি রুপি আয় করে। সিনেমাটির ‘তারাস’ গানে শর্বরীর আবেদনময়ী রূপে বুঁদ হয়েছিল অন্তর্জাল।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

এবার আহানের সাথে জুটি বাঁধছে শর্বরী
- আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১১:০৫:২৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১১:০৫:২৬ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ