ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এই সরকার দিয়ে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-ডা. তাহের লাখো মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, তাদের হাতে নারীরা নির্যাতিত-সালাহউদ্দিন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে : সেনাপ্রধান নির্বাচনকালীন ডিসি নিয়োগ পুলিশ দেখে ফেলে যাওয়া প্রাইভেটকারে মিললো এক লাখ পিস ইয়াবা তিন মাসে আয়ে প্রবৃদ্ধি তবুও তিতাসের লোকসান ২৪৯ কোটি টাকা প্রেমিকাকে ভিডিও কলে রেখেই তরুণের আত্মহত্যা দুই দশকে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা আটগুণ বৃদ্ধি মুন্সিগঞ্জের ভাষানচর বালুমহল ইজারা ঘিরে অভিযোগ, হয়রানি বন্ধে তদন্তের দাবি কৃষি গুচ্ছ ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি ভয়াবহ দুর্ভোগ হানিফ ফ্লাইওভারে! যৌনাচারের অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেফতার ইসলামী ব্যাংক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় ব্যাংক নির্বাচনের আগে গণভোট চায় ৮ দল আমি পাশে না দাঁড়ালে গ্রামীণ ব্যাংকের অনেক স্থাপনা থাকতো না-কাদের সিদ্দিকী স্কুলে ভর্তিতে কোটা নিয়ে আপত্তি অভিভাবকদের দেশে দ্রুত কমছে খাদ্যের মজুত ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দেড় কোটি টাকা আত্মসাৎ প্রধান আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১০:৫৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১০:৫৬:৩৭ অপরাহ্ন
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দেড় কোটি টাকা আত্মসাৎ প্রধান আসামি গ্রেপ্তার
রামপাল প্রতিনিধি
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন ও অব্যবহৃত লোহা বিক্রির নামে প্রতারণা করে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সেলিম শেখ (৪৫)। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী এলাকার বাসিন্দা। গতকাল সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার বিকালে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ টিম প্রযুক্তিগত সহায়তায় তাকে ডুমুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি ‘পাওয়ার ম্যাক্স লিমিটেড’ নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। এতে আরও বলা হয়, প্রতারণার অংশ হিসেবে তারা ভুয়া অফিস সাজিয়ে, মিথ্যা ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে এবং রামপাল কেন্দ্রের নাম ব্যবহার করে ক্রেতাদের বিশ্বাস অর্জন করে অর্থ আত্মসাৎ করে। এই ঘটনায় ২০২৪ সালের ৮ মার্চ ঢাকার শ্যামপুর থানায় মামলা দায়ের করা হয়। পরে মামলাটি তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এর আগে এই মামলায় পাঁচজন আসামি গ্রেপ্তার করে সিআইডি। গত জানুয়ারি মাসে গ্রেপ্তারকৃত আসামি হুমায়ুন কবীরের ১৬৪ ধারার জবানবন্দিতে সম্প্রতি ধৃত সেলিম শেখের সক্রিয় সম্পৃক্ততার তথ্য প্রকাশ পায়। সিআইডি জানায়, দীর্ঘদিন ধরে সেলিম শেখ বিভিন্ন নামে মোবাইল সিম ব্যবহার করে আত্মগোপনে ছিলেন। তবে সিআইডির নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য