‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এ সেøাগানকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারাদেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। গতকাল রোববার দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু হয়। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার বলেছেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি মননের বিকাশ প্রয়োজন। এখানে যুক্তিবোধের বিকাশ, সংবেদনশীলতার উপলব্ধি ও কর্মদক্ষতার অনুশীলনের ওপর গুরুত্ব দিতে হবে। গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা চর্চার পাশাপাশি আমরা পরিবেশ সচেতনতা ও পরমতসহিষ্ণুতা গড়ে তুলতে কাজ করছি। মনে রাখতে হবে, শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য প্রস্তুত করাই আমাদের মূল উদ্দেশ্য। শিক্ষা উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী অন্দোলনের পর শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য মানসম্মত অন্তর্ভুক্তিমূলক, বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষা নিশ্চিত করা। আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ, উদ্ভাবনী ও বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার উন্নয়নে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, নির্ভুল ও মানসম্মত পাঠ্যবই প্রণয়নের কার্যক্রম শুরু করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিধিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত করতে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। তিনি বলেন, এসএসসি ও এইচএসসিতে প্রকৃত মেধার মূল্যায়ন করতে আমরা অতিরঞ্জিত ফল প্রকাশ না করার নীতি গ্রহণ করেছি। বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধা যাচাইয়ের ব্যবস্থা করেছি। কারিগরি শিক্ষার নতুন রূপরেখা প্রণয়ন করা হয়েছে। শিগগির পরামর্শক কমিটির মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের রূপরেখা তৈরি করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম ও ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান সুজান ভাইজ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম মুস্তাফা। সম্মানিত অতিথি ছিলেন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসিইএসসিও) মহাপরিচালক ড. সেলিম এম আল মালিক। এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিটি অব টিচার্স। সংগঠনটি জানিয়েছে, আগামী ২০ অক্টোবরের মধ্যে শূন্যপদের তালিকা প্রকাশ না হলে তারা ২৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র এএইচ বাবলু বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ কর্তৃপক্ষের দেরির কারণে দেশের হাজারো শিক্ষক পরিবার থেকে শত শত কিলোমিটার দূরে কর্মরত। আমরা বিশ্বাস করি, সরকার দ্রুত পদক্ষেপ নিলে শিক্ষকদের এ ন্যায্য দাবির বাস্তবায়ন সম্ভব। তিনি বলেন, অক্টোবর শুরু হলেও এখনো শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়নি। আমরা বহুবার অনুরোধ করেছি, কিন্তু কার্যকর পদক্ষেপ না আসায় আজ সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। এসময় তিনি ঘোষণা দেন, আগামী ২০ অক্টোবরের মধ্যে যদি শূন্যপদের তালিকা প্রকাশ না করা হয়, তবে ২৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বৃহৎ অবস্থান কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশের শিক্ষকদের পেশাগত অবমূল্যায়ন, আর্থিক সংকট এবং বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের কাছে ১২ দফা দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। রোববার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। ইউট্যাবের ১২ দফা দাবি হলো-১. সকল স্তরের শিক্ষকদের জন্য সুষম ও মর্যাদাসম্পন্ন বেতন কাঠামো বাস্তবায়ন। ২. শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়া স্বচ্ছ ও যুগোপযোগী করা। ৩. আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণা সুযোগ ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা। ৪. শিক্ষকদের প্রশাসনিক কাজ কমিয়ে শিক্ষাদানে মনোনিবেশের সুযোগ সৃষ্টি। ৫. বেসরকারি শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু এবং অবসর সুবিধাসহ পাওনা অবিলম্বে পরিশোধ। ৬. বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র, মর্যাদাপূর্ণ ও উচ্চতর বেতন স্কেল প্রবর্তন। ৭. আন্তর্জাতিক মানদণ্ডে গবেষণা ভাতা প্রদান। ৮. বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং উন্নয়নে প্রতিবছর ন্যূনতম একটি আন্তর্জাতিক ও একটি জাতীয় কনফারেন্সে অংশগ্রহণের জন্য ভ্রমণ ভাতাসহ আর্থিক প্রণোদনা। ৯. উন্নতমানের জার্নালে গবেষণাপত্র ও গবেষণাগ্রন্থ প্রকাশে বিশেষ প্রণোদনা। ১০. বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চাকরির নিশ্চয়তা, বেতন কাঠামো নির্ধারণ ও গবেষণা সুযোগ বৃদ্ধি। ১১. বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধি চর্চা ও শিক্ষা-গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ। ১২. শিক্ষকদের সম্মান, সামাজিক মর্যাদা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও সামাজিক উদ্যোগ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক লুৎফর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সোহাগ আউয়াল, ইউট্যাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. আবদুর রশিদ ও সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান প্রমুখ। শিক্ষকদের পেশাগত অবমূল্যায়ন, আর্থিক সংকট, ন্যূনতম ভাতা প্রদানের ব্যবস্থা করা এবং নানা চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটিন নেতারা। এতে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মিসেস মনোয়ারা ভূঁইয়া এবং লিখিত বক্তব্যে পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডাক্তার আব্দুল মাজেদ, জেসমিন নাহার, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শিক্ষা সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম অনিক প্রমুখ। এদিন কারিগরি শিক্ষার উন্নয়নে ৮ দফা দাবি জানিয়েছে ট্রেড ইন্সট্রাক্টর ফোরাম ও বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দাবিগুলো জানানো হয়। এতে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন মো. কামরুল হাসান, মো. মুরছালিন, রাশেদ মোশারফ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
পুঁথিগত বিদ্যার পাশাপাশি মননের বিকাশ প্রয়োজন-শিক্ষা উপদেষ্টা
- আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৭:৩৬:৫৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৭:৩৬:৫৬ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার