শিক্ষকদের পেশাগত অবমূল্যায়ন, আর্থিক সংকট, ন্যূনতম ভাতা প্রদানের ব্যবস্থা করা এবং নানা চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা। এতে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মিসেস মনোয়ারা ভূঁইয়া এবং লিখিত বক্তব্যে পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডাক্তার আব্দুল মাজেদ, জেসমিন নাহার, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শিক্ষা সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম অনিক প্রমুখ। চার দফা দাবির মধ্যে রয়েছে-১. শিক্ষক-শিক্ষিকাদের ন্যূনতম ভাতা প্রদানের ব্যবস্থা করা। ২. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। ৩. মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাদের জাতীয় শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার প্রদানের ব্যবস্থা করা। ৪. শিক্ষানীতি বাস্তবায়ন কমিটিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা। তিনি বলেন, শিক্ষকের ভূমিকা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়, শিক্ষক হলেন সমাজ গঠনের কারিগর, জাতির দিকনির্দেশক এ ভবিষ্যৎ প্রজন্মের আলোকবর্তিকা। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বিশ্বাস করে প্রাথমিক শিক্ষাই হলো জাতীয় উন্নয়নে ভিত্তি। একজন শিশুর হৃদয়ে যখন ভালোবাসা, শৃঙ্খলা, নৈতিকতা ও জ্ঞানচর্চার বীজ বপন করা হয়, তখন সেই শিশুটি একটি যোগ্য নাগরিক হয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখে। আর এই মহান কাজের নেতৃত্ব দেন শিক্ষক। আধুনিক প্রযুক্তি কৃত্রিম বুত্তিমত্তা কিংবা উন্নত কারিকুলাম সব কিছুর প্রাণশক্তি হলেন শিক্ষক। শিক্ষাব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থেকে শিক্ষক সমাজকে এগিয়ে নিচ্ছেন এবং শিশুদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। কিন্ডারগার্টেন শিক্ষকরা প্রতিদিন সীমিত সুযোগ, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের ত্যাগ, ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমেই আমাদের কোমলমতি শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে। এ কারণে আমি সকল শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৪ দাবি
- আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৭:২০:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৭:২০:০০ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার