গণমাধ্যমের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসবে সংস্থাটি। দুই দফায় ৪০ জনের মতো গণমাধ্যম প্রতিনিধিদের সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসার কথা রয়েছে। এরপর জুলাই যোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে নির্বাচন কমিশন।
ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
আজ গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ
- আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০১:৩১:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০১:৩১:৫২ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার