ঢাকা , মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বৈধ পথে বিদেশ গমন ও মানব পাচার রোধে ফরিদপুরে আইএমও'র সংবাদ সম্মেলন জেল-জুলুম সহ্য করা নেতাকর্মীদের মনে রাখবে দল - ফরিদপুরে শামা ওবায়েদ গণভোট ও সনদ আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে -মির্জা ফখরুল নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই-আইন উপদেষ্টা ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর অর্ধেকের বেশি তরুণ শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি ক্লাসের বাইরে ১ কোটি শিক্ষার্থী মাঝারি ক্ষুধার দেশেও খাদ্যের অপচয় মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেড দেওয়াসহ ১১ দফা দাবি এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা সেনাবাহিনীর সদস্য সরিয়ে নেওয়ার খবর গুজব, আগের মতোই মাঠে থাকছেন তারা : স্বরাষ্ট্র উপদেষ্টা স্যোশাল মিডিয়া নিয়ন্ত্রণ রাখা বড় চ্যালেঞ্জ দারোয়ান থেকে শত কোটি টাকার মালিক মনিরুজ্জামান ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ, ৬৭ জনের বিরুদ্ধে মামলা সিএমপির দুই থানার ওসি রদবদল ডিএনসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক ৩৪ টাকায় ধান, ৫০ টাকা কেজি দরে সেদ্ধ চাল কিনবে সরকার পাঁচ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সেনা কর্মকর্তাদের হয়ে আর লড়ছেন না ব্যারিস্টার সরওয়ার
সভাপতি : মতিউর সা. সম্পাদক : বাশার

বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের নয়া কমিটি

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০১:২৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০১:২৭:৩৫ অপরাহ্ন
বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের নয়া কমিটি
বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের সম্মেলনে সভাপতি প্রকৌশলী মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক রাশেদ মোশাররফ নির্বাচিত।
গতকাল রোববার বেলা ১২টায় আইডিইবি সেমিনার হলে বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী মির্জা মিজানুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হানিফ। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের উপদেষ্টা মো. মাহবুবুর রহমান। ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষকদের সার্বিক উন্নয়নে বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ কাজ করে যাচ্ছে। এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্যতম একটি সংগঠন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ। শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ জাতীয়করণ আন্দোলন ও কারিগরি শিক্ষার বৈষম্য নিরসনের দাবিতে বিগত বছরগুলোতে রাজপথে জোরালো আন্দোলন করে আসছে। সংগঠনটি ঢেলে সাজাতে ও আগামী দিনে কারিগরি শিক্ষার বৈষম্য নিরসনের উদ্দেশ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. মতিউর রহমান, সহ-সভাপতি মুরছালিন হক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত অধিকারী। সাংগঠনিক সম্পাদক রাশেদ মোশারফ, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বিরুজ্জামান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তীতে প্রকাশিত হলো। সম্মেলন শেষে পুরাতন কমিটি নতুন কমিটিকে দায়িত্ব অর্পণ করেন। সম্মেলনে দেশের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সরকার ৫০০ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের সাথে তামাশা করেছে। শিক্ষক সমাজ এই ৫০০ টাকা প্রজ্ঞাপন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করা না হলে ক্লাস বর্জনসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর অনুরোধ করে। বক্তারা আরো বলেন, বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ দীর্ঘ বছর ধরে কারিগরি শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে চলেছে। আগামী দিনে নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরো এগিয়ে যাবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স