ঢাকা , মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বৈধ পথে বিদেশ গমন ও মানব পাচার রোধে ফরিদপুরে আইএমও'র সংবাদ সম্মেলন জেল-জুলুম সহ্য করা নেতাকর্মীদের মনে রাখবে দল - ফরিদপুরে শামা ওবায়েদ গণভোট ও সনদ আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে -মির্জা ফখরুল নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই-আইন উপদেষ্টা ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর অর্ধেকের বেশি তরুণ শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি ক্লাসের বাইরে ১ কোটি শিক্ষার্থী মাঝারি ক্ষুধার দেশেও খাদ্যের অপচয় মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেড দেওয়াসহ ১১ দফা দাবি এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা সেনাবাহিনীর সদস্য সরিয়ে নেওয়ার খবর গুজব, আগের মতোই মাঠে থাকছেন তারা : স্বরাষ্ট্র উপদেষ্টা স্যোশাল মিডিয়া নিয়ন্ত্রণ রাখা বড় চ্যালেঞ্জ দারোয়ান থেকে শত কোটি টাকার মালিক মনিরুজ্জামান ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ, ৬৭ জনের বিরুদ্ধে মামলা সিএমপির দুই থানার ওসি রদবদল ডিএনসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক ৩৪ টাকায় ধান, ৫০ টাকা কেজি দরে সেদ্ধ চাল কিনবে সরকার পাঁচ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সেনা কর্মকর্তাদের হয়ে আর লড়ছেন না ব্যারিস্টার সরওয়ার

রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে প্রচার-কর্মশালা

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০১:২১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০১:২১:৪২ অপরাহ্ন
রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে প্রচার-কর্মশালা
দাউদকান্দি (কুমিল্লা) থেকে ইসমাইল
কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে প্রচার ও প্রসারে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অডিও কলে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। 
গতকাল রোববার বিকেলে উপজেলার গৌরীপুর বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি ও পৌর বিএনপির আয়োজনে এবং কুমিল্লা উত্তর জেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচন হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। তিনি আরও বলেন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২ বছর জরাজীর্ণ কারাগারে আটকে রাখা হয়েছিল। গত ১৫ বছর খালেদা জিয়া আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বলে মন্তব্য করেন ড.খন্দকার মারুফ হোসেন। তিনি আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপিকে নির্বাচিত করে দেশ গঠনের সুযোগ দেওয়ার আহবান করেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, দাউদকান্দি পৌর বিএনপি’র আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, উপজেলা বিএনপি’র সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি’র সদস্যসচিব মোঃ কাউছার আলম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার কামাল হোসেন, খন্দকার বিল্লাল হোসেন সুমন, যুবদল নেতা রোমান খন্দকার, শরীফ চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহবায়ক কামাল পারভেজ ডালিম ও সদস্যসচিব মিজানুর রহমান পাপ্পু, দাউদকান্দি পৌর জাসাসের আহবায়ক মোল্লা সোহেল প্রমুখ।
এছাড়াও কর্মশালায় দাউদকান্দি উপজেলা বিএনপি’র অধীনস্থ ১৫টি ইউনিয়ন ও দাউদকান্দি পৌর বিএনপি’র ৯টি ওয়ার্ডসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন?
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য