ঢাকা , শনিবার, ১১ অক্টোবর ২০২৫ , ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফরিদপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০, বাড়িঘর ভাঙচুর পোরশায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন পোরশায় বড় মাদ্রাসার অর্ধশত ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফরিদপুরে অবশেষে এনআইডি পেলেন দুই হাতহীন জসিম তিন মাসে ২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক নওগাঁয় ৩ জনের লাশ উদ্ধার সংবাদ সম্মেলন করে আইনি সহায়তা চাওয়ার চার দিনের মাথায় খুন আলামত নষ্টের অভিযোগে সাবেক ওসিসহ দু’জনের বিরুদ্ধে চার্জশিট বিজয়নগরে ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবে সেটা বিএনপি চিন্তা করে না- আমির খসরু লাল শাপলায় রঙিন বরিশালের উজিরপুরের জলাভূমি পল্লবী-নিউমার্কেটে বিভিন্ন অপরাধে ৩০ জন গ্রেফতার ৫ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন এক্সেল লোড নীতিমালার তোয়াক্কা করছে না পণ্যবাহী গাড়িচালকরা ৮ দাবিতে সোমবার বান্দরবানে সকাল সন্ধ্যা হরতাল মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি চাকরিতে বিরতির পর শ্রমশক্তি থেকে ছিটকে পড়ছে নারীরা সংসদে উচ্চকক্ষের প্রস্তাব বাদ দেওয়ার পরামর্শ সিপিডির এইচএসসির ফল ১৬-১৮ অক্টোবরের মধ্যে প্রকাশিত হতে পারে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা চায় গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০১:১৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০১:১৮:২৫ অপরাহ্ন
ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা চায় গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য

নির্বাচন আর রোজার কারণে অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরে এগিয়ে আনা হলেও, এই সিদ্ধান্ত প্রত্যাহার চেয়েছে ৩১টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্ল্যাটফর্ম ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’। বইমেলা ফেব্রুয়ারিতে করারই দাবি জানিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের হাতে স্মারকলিপি দেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নেতারা। গতকাল রোববার সকাল ১১টায় বাংলা একাডেমির সামনে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক মফিজুর রহমান লালটুসহ আরো কয়েকজন মানববন্ধন করেছেন। মফিজুর রহমান লালটু বলেন, ‘‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবার ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলার আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাংলা একাডেমির এইরূপ সিদ্ধান্তে দেশের লক্ষ লক্ষ পাঠকের মতো সংস্কৃতিকর্মীরা চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ।’’ বইমেলা পিছিয়ে দেওয়াকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন মফিজুর রহমান লালটু। তিনি বলেন, ‘‘যারা বাংলা সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে পছন্দ করে না। যে শক্তি জনগণের মাঝে সাম্প্রদায়িক ও অন্ধ কুসংস্কারাচ্ছন্ন মনোজগত সৃষ্টি করতে চায়, যারা স্বাধীনতা ও আবহমান বাংলা সংস্কৃতি-বিরোধী, তারাই একুশে বইমেলাকে নস্যাৎ করতে চায়। “একুশে বইমেলা বন্ধ করার জন্য কেউ কেউ দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে। হয়ত তারা এভাবে পিছিয়ে একদিন বন্ধ করে দেবে। আমরা সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না।’’ এই প্ল্যাটফর্মের জামসেদ আনোয়ার তপন বলেন, ‘‘জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ও শ্রেণি নির্বিশেষে সর্বস্তরের মানুষের বৈচিত্রপূর্ণ ও অসাম্প্রদায়িক মিলনস্থল হিসাবে যথেষ্ট গুরুত্ব অর্জন করেছে। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে যে বইমেলা, সেই বইমেলা আয়োজন নিয়ে এই অনিশ্চয়তা মেনে নেওয়া হবে না।’’ কবি কামরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘‘কেউ কেউ বলার চেষ্টা করেন, পৃথিবীর কোথাও নাকি মাসব্যাপী বইমেলা হয় না। তারা কি এটা জানেন, যে পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ এভাবে ভাষার জন্য জীবনও দেয়নি।’’ মুক্তধারার চিত্তরঞ্জন সাহা বটতলায় চট পিছিয়ে ২১শে ফেব্রুয়ারিতে বইমেলার যে সূচনা করেছিল তার যে আদর্শ ছিল, তাকে সমুন্নত রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। কামরুজ্জামান বলেন, ‘‘একুশে বইমেলা শুধুমাত্র বই বিক্রির মেলা নয়, এর সাথে আমাদের মহান ভাষা আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য জড়িত। জড়িত আছে জনগণের দীর্ঘ লড়াই-সংগ্রাম ও স্বাধীকার-স্বাধীনতার সংগ্রামী চেতনা।’’ সমাবেশ শেষ বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের হাতে স্মারকলিপি দেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নেতারা। স্মারকলিপিতে বলা হয়েছে, ‘‘দেশ-বিদেশের অগণিত লেখক, প্রকাশক এবং লক্ষ লক্ষ পাঠক একুশে বইমেলার জন্য অপেক্ষায় থাকেন। বিদেশে বসবাসকারী বাংলাদেশীরা এমনকি অনেক বিদেশি নাগরিক বইমেলাকে কেন্দ্র করে ঢাকায় আগমণের কর্মপরিকল্পনা গ্রহণ করে থাকেন। একুশের বইমেলার চিরাচরিত সময়সূচির পরিবর্তনে এধরনের বহু ঘটনা ও ব্যক্তিগত সূচিরও বিপর্যয় ঘটবে।’’ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ এবং আইনশৃঙ্খলার অজুহাতে কোনক্রমেই একুশে বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত ‘ক্তিযুক্ত নয়’ জানিয়ে করে স্মারকলিপিতে বলা হয়, ‘‘বই মেলার পাঠকের উপস্থিতি কোনোভাবেই নির্বাচনের পরিবেশে বিঘ্ন সৃষ্টি করবে না। ইতোপূর্বে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের নজির রয়েছে, সেসময় বইমেলা স্থগিতের কোন ঘটনা ঘটেনি।’’ বাংলা একাডেমি কর্তৃপক্ষ প্রয়োজনে শুধুমাত্র নির্বাচনের দিন বইমেলা বন্ধ রাখতে পারে বলেও স্মারকলিপিতে অভিমত দেওয়া হয়। মফিজুর রহমান বলেন, ‘‘আমরা জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে চাইনা বইমেলা স্থগিতের ইস্যুতে কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হোক, যার ফলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি পূণর্বাসনের সুযোগ পায়।’’ একুশে বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ সুবিবেচনার পরিচয় দিয়ে পাঠক, লেখক এবং প্রকাশকের প্রত্যাশা পূরণে মনোযোগী হবেন এবং বাংলা একাডেমির গৌরবময় ঐতিহ্য সমুন্নত রাখতে সচেষ্ট ভূমিকা রাখবেন বলে মনে করছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। বাংলা একাডেমি গত ১৮ সেপ্টেম্বর জানিয়েছে, চলতি বছরের ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত বইমেলার তারিখ নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রোজা শুরু হবে। তার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ দুটো বিষয় মাথায় রেখে একুশে বইমেলার তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে একাডেমির কর্মকর্তারা জানিয়েছেন। ১৯৮৩ সালে এরশাদের সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনের কারণে একবার বইমেলা বন্ধ হয়েছিল। এছাড়া বইমেলা বন্ধ থাকার নজির নেই। তবে কোভিড মহামারীর সময় ২০২১, ২০২২, ২০২৩ সালে বইমেলার সময় পরিবর্তন করে মার্চ মাসে নেওয়া হয়েছিল। সমাবেশে আরো বক্তব্য দেন কবি হাসান ফখরি, লেখক জাকির হোসেন, গণফ্রণ্টের রজত হুদা, বিবর্তনের আমিরুন নুজহাত মণীষা, সমাজচিন্তা ফোরামের কামাল হোসেন বাদল, সংহতি সাংস্কৃতিক সংসদের শিকদার হারুন মাহমুদ এবং হাবিবুল আলম।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স