ঢাকা , সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বায়ার্নের জয়রথ চলেছেই প্রিমিয়ার লিগে অঘটনের শিকার হলো চেলসি এবার ব্রেন্টফোর্ডের কাছেও হোঁচট খেলো লিভারপুল ৯৫০ গোল করে ইতিহাস গড়লেন রোনালদো নারী ক্রিকেটারের শ্লীলতাহানি ঘটনায় নিন্দা জানালো বিসিসিআই টেস্ট অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন শান্ত উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি আজ প্রথম টি-টোয়েন্টিয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১

মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিক

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১১:৩৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১১:৩৮:৩২ অপরাহ্ন
মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিক
অন্যরকম এক হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। অ্যাসিস্টের হ্যাটট্রিক। তার তিন অ্যাসিস্টে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। কিন্তু এই জয়ে লাভ হলো না কোনো। কারণ, একই দিনে অন্য ম্যাচে নিউ ইয়র্ক সিটিকে ১-০ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া। এ জয়ে সাপোর্টার্স শিল্ড জয় নিশ্চিত করে ফেলেছে তারা। একটি ম্যাচ হাতে থাকলেও আর কোনো লাভ হচ্ছে মায়ামির। কারণ, তারা রয়েছে তৃতীয় স্থানে। আগের দুই ম্যাচে পয়েন্ট হারিয়েই সর্বনাশ যা ঘটানোর ঘটিয়ে ফেলেছে মায়ামি। একটি হার ও একটি ড্র, তাতেই অনেকটা পেছনে পড়ে যায় তারা। তবে, নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে দুর্দান্ত ছিলেন লিওনেল মেসি। তিনটি অসাধারণ অ্যাসিস্টে ইন্টার মায়ামিকে ৪-১ ব্যবধানে জয়ের পথে নেতৃত্ব দিলেন তিনি। এই জয়ে মেসির মৌসুমের গোলে-অবদান দাঁড়াল ৪১-এ। যার মধ্যে গোল ও অ্যাসিস্ট দুটিই রয়েছে। গত মঙ্গলবার শিকাগো ফায়ারের কাছে ৫-০ গোলে লজ্জাজনক হার মেনেছিল মায়ামি। ওই ম্যাচে কোচ হ্যাভিয়ের মাচেরানোর কৌশল নিয়ে প্রশ্ন ওঠে; কিন্তু গত শনিবারের ম্যাচে তিনি দারুণভাবে ঘুরে দাঁড়ালেন, রক্ষণ ও মাঝমাঠে একাধিক পরিবর্তন আনেন। মাচেরানো তিনটি পরিবর্তন আনেন- ডিফেন্সে নোয়া অ্যালেনকে ম্যাক্সি ফ্যালকনের পাশে খেলান, গোলপোস্টে রাখেন রকো রিওস নভোকে এবং মেসিকে খেলান আরও পেছনে, এক ধরনের- ওয়াইড প্লেমেকার হিসেবে। এই পরিবর্তনই হয়ে যায় মায়ামির ভাগ্য বদলের চাবিকাঠি। প্রথমার্ধেই মেসির ছোঁয়ায় জ্বলে ওঠে ম্যাচ। ৩২তম মিনিটে দারুণ এক ‘নো-লুক থ্রু বল’ থেকে তাদেও অ্যালেন্দে গোল করে মায়ামিকে এগিয়ে দেন (১-০)। ৪৪তম মিনিটে মেসির ব্যাকহিল পাসে জর্দি আলবা জালে বল পাঠান, ব্যবধান দ্বিগুণ হয় (২-০)। দ্বিতীয়ার্ধে ৫৯তম মিনিটে দর তুর্গেমানের দারুণ এক দূরপাল্লার শটে ব্যবধান কমায় রেভলুশন (২-১)। তবে খেলা পুনরায় শুরু হতেই আবারও মেসির জাদু। মাঝমাঠ থেকে দারুণ এক লফটেড পাসে আলেন্দেকে খুঁজে পান তিনি, যিনি গোলরক্ষক টার্নারকে পরাস্ত করে স্কোরলাইন করেন ৩-১। ৭৫তম মিনিটে মায়ামির হয়ে আলবা নিজের দ্বিতীয় গোলটি করেন, এবার তেলাসকো সেগোভিয়ার দুর্দান্ত পাস থেকে বল পান তিনি। শেষ দিকে কোচ মাচেরানো এক আবেগঘন মুহূর্ত তৈরি করেন - অবসর ঘোষণা করা সার্জিও বুসকেতসকে ৭৫তম মিনিটে মাঠ থেকে তুলে নেন, যাতে এই স্প্যানিশ কিংবদন্তি দর্শকদের কাছ থেকে করতালির সম্মান পান। এ জয়ে ইন্টার মায়ামি উঠেছে ইস্টার্ন কনফারেন্সের তৃতীয় স্থানে, হাতে রয়েছে আরও একটি ম্যাচ। যদিও ফিলাডেলফিয়া ইতোমধ্যেই সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করেছে, তবু মায়ামির সামনে এখনো রয়েছে ঘরের মাঠে প্লে-অফ নিশ্চিত করার লড়াই।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স