ঢাকা , সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বায়ার্নের জয়রথ চলেছেই প্রিমিয়ার লিগে অঘটনের শিকার হলো চেলসি এবার ব্রেন্টফোর্ডের কাছেও হোঁচট খেলো লিভারপুল ৯৫০ গোল করে ইতিহাস গড়লেন রোনালদো নারী ক্রিকেটারের শ্লীলতাহানি ঘটনায় নিন্দা জানালো বিসিসিআই টেস্ট অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন শান্ত উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি আজ প্রথম টি-টোয়েন্টিয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১

ভিনির জোড়া গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেলো রিয়াল

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১১:৩৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১১:৩৭:১৪ অপরাহ্ন
ভিনির জোড়া গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেলো রিয়াল
আগের ম্যাচেই অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচেই থামে জাবি আলোনসোর দলের জয়যাত্রা। অবশেষে ভিয়ারিয়ালকে পেয়ে আবারও জয়ের ধারায় ফিরে এলো তারা। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল আর কিলিয়ান এমবাপের এক দুর্দান্ত ফিনিশিং এ, শেষ পর্যন্ত ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো লজ ব্লাঙ্কোজরা। গোল করলেও চোটে পড়েছেন কিলিয়ান এমবাপে। ম্যাচের ৮৩তম মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন এই ফরাসি তারকা। ৮ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২১। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। সেভিয়ার বিপক্ষে আজ ম্যাচ রয়েছে বার্সার। এই ম্যাচ পর হয়তো আবারও বার্সেলোনা শীর্ষে উঠে আসবে। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইলো ভিয়ারিয়েল। অ্যাটলেটিকোর কাছে লজ্জাজনক হারের পর এক সপ্তাহের মাথায় জয়টিই ছিল জাবি আলোনসোর দলের জন্য আত্মবিশ্বাস ফেরানোর দারুণ সুযোগ। সেই সুযোগ কাজে লাগিয়েই দুই পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। প্রথমার্ধে ম্যাচটি ছিল বেশ টানটান উত্তেজনায় পূর্ণ। ভিয়ারিয়ালের হয়ে তানি ওলুওয়াসেয়ির শট ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কুর্তোয়া, যা না হলে এগিয়ে যেত অতিথিরা। বিরতির পর মাঠে ফিরেই গোলের দেখা পায় মাদ্রিদ। বাঁ-দিক থেকে কেটে এসে ভিনিসিয়ুসের নেওয়া শটটি সান্তি কোমেসানার পায়ে লেগে দিক পাল্টে জালে প্রবেশ করে (৪৭তম মিনিট)। ৬৯ মিনিটে আবারও গোল করেন ভিনিসিয়ুস। রাফা মারিনের ফাউলে পেনাল্টি পেয়ে নিজেই কিক নেন এবং ঠাণ্ডা মাথায় গোলরক্ষক আরনাউ টেনাসকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এরপর কিছুটা গতি ফেরে ভিয়ারিয়ালের খেলায়। ৭৭তম মিনিটে জর্জ মিকাউতাদজে পোস্টে লেগে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান (২-১)। কিন্তু মাত্র এক মিনিট পরেই সান্তিয়াগো মোরিনো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল। এই সুযোগে রিয়াল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৮১ মিনিটে বদলি খেলোয়াড় ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে গোল করেন এমবাপে, যিনি টানা নবম ম্যাচে গোল করলেন - যা তার ক্যারিয়ারের সেরা ধারাবাহিকতা। তবে গোল করার পরই দুর্ভাগ্য। এমবাপে গোড়ালির ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন, বদলি হিসেবে নামেন রদ্রিগো। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। লিগে এটি তাদের গুরুত্বপূর্ণ এক প্রত্যাবর্তন, তবে এমবাপের ইনজুরি এখন দলটির জন্য বড় উদ্বেগের বিষয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স