ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এই সরকার দিয়ে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-ডা. তাহের লাখো মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, তাদের হাতে নারীরা নির্যাতিত-সালাহউদ্দিন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে : সেনাপ্রধান নির্বাচনকালীন ডিসি নিয়োগ পুলিশ দেখে ফেলে যাওয়া প্রাইভেটকারে মিললো এক লাখ পিস ইয়াবা তিন মাসে আয়ে প্রবৃদ্ধি তবুও তিতাসের লোকসান ২৪৯ কোটি টাকা প্রেমিকাকে ভিডিও কলে রেখেই তরুণের আত্মহত্যা দুই দশকে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা আটগুণ বৃদ্ধি মুন্সিগঞ্জের ভাষানচর বালুমহল ইজারা ঘিরে অভিযোগ, হয়রানি বন্ধে তদন্তের দাবি কৃষি গুচ্ছ ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি ভয়াবহ দুর্ভোগ হানিফ ফ্লাইওভারে! যৌনাচারের অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেফতার ইসলামী ব্যাংক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় ব্যাংক নির্বাচনের আগে গণভোট চায় ৮ দল আমি পাশে না দাঁড়ালে গ্রামীণ ব্যাংকের অনেক স্থাপনা থাকতো না-কাদের সিদ্দিকী স্কুলে ভর্তিতে কোটা নিয়ে আপত্তি অভিভাবকদের দেশে দ্রুত কমছে খাদ্যের মজুত ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি

পূজার ছুটি শেষে চেনা রূপ পাচ্ছে রাজধানী

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১২:০৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১২:০৬:২৭ অপরাহ্ন
পূজার ছুটি শেষে চেনা রূপ পাচ্ছে রাজধানী
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। কর্মস্থলে সময়মতো যোগ দিতে কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে রাজধানীর প্রধান সড়কগুলোতে ছুটির দিনের মতোই স্বস্তিদায়ক পরিবেশ ছিল। আজ রোববার থেকে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলে গেলে কর্মচাঞ্চল্যে সরগরম হয়ে উঠবে পুরো শহর। গতকাল শনিবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ, যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ ঢাকার বড় রেলস্টেশনগুলোতে সকালে যাত্রীদের বেশ ভিড়। ট্রেন থেকে নামার পর দ্রæত স্টেশন ত্যাগ করছেন যাত্রীরা। রাজধানীতে প্রবেশপথ হিসেবে গুরুত্বপূর্ণ সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালেও ছিল একই দৃশ্য। বাস থেকে নামা যাত্রীদের বেশিরভাগই ব্যাগপত্র হাতে তাড়াহুড়ো করে গন্তব্যের পথে ছুটছিলেন। সায়দাবাদ এলাকায় দেখা গেছে, টার্মিনাল থেকে বের হওয়ার পর যাত্রীরা রিকশা ও অটোরিকশার খোঁজে হিমশিম খাচ্ছেন। রাস্তায় অটোরিকশার সংখ্যা বেশি হলেও যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। রাজধানীর প্রধান সড়কগুলোতে দেখা গেছে স্বাভাবিক চিত্র। মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, পল্টন, গুলিস্তান, জিরো পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ সড়কে ছুটির দিনের মতোই গাড়ির চাপ কম ছিল। তবে অটোরিকশার আধিক্য চোখে পড়েছে। অন্যদিকে সায়দাবাদ, দয়াগঞ্জ ও ধোলাইপাড় এলাকায় ছিল তীব্র যানজট। সকাল থেকে দুপুর পর্যন্ত এসব এলাকায় ধীরগতিতে চলেছে যানবাহন। স্থানীয়রা জানান, ঢাকার প্রবেশমুখ হওয়ায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অটোরিকশার চাপে এই যানজট সৃষ্টি হয়। সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বুধবার থেকে শনিবার পর্যন্ত চার দিনের ছুটি ছিল। ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলে টানা ছুটিতে বাড়ি গিয়েছিলেন কর্মজীবীরা। সরকারি অফিস আগামীকাল রোববার থেকে পুনরায় শুরু হবে। ফলে কর্মস্থলে যোগ দিতে শনিবার থেকেই ঢাকায় ফিরেছেন বিপুল সংখ্যক মানুষ। ঢাকায় ফিরতি মানুষের মুখে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার কথা শোনা গেলেও সবার উদ্দেশ্য এক কর্মস্থলে সময়মতো যোগ দেওয়া। কেউ ট্রেনে, কেউ বাসে আবার কেউ নৌপথে ঢাকায় ফিরেছেন। তবে ঈদুল ফিতর বা ঈদুল আজহার মতো তীব্র ভিড় বা ভোগান্তি দেখা যায়নি বলে জানান অনেকে। কাকরাইল ও শান্তিনগর এলাকায় ঘুরে দেখা গেছে, অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনের ভাড়া কয়েকগুণ বেড়ে গেছে। তবুও গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রীরা বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করছেন। বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা কিশোর অধিকারী রংপুর থেকে ট্রেনে ফিরেছেন ঢাকায়। তিনি জানান, বছরে একটি ঈদ আর পূজায় বাড়ি যাওয়া হয়। পূজার সময় আত্মীয়-স্বজন সবাই বাড়িতে আসে। গত মঙ্গলবার অফিস করে বাড়ি গিয়েছি। আগামীকাল আবার অফিসে যেতে হবে, তাই আজ চলে এসেছি। যাওয়া-আসায় তেমন কষ্ট হয়নি। আনন্দ নিয়েই পূজা উদযাপন করতে পেরেছি। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বোরহান উদ্দিন চাঁদপুর থেকে ফিরেছেন সায়দাবাদ বাস টার্মিনালে। তিনি জানান, ঈদের মতোই ঢাকা-ফেরত যাত্রীর চাপ রয়েছে। দুর্ভোগ এড়াতে সকাল সকাল ঢাকায় ফিরেছি। আগামীকাল অফিস করতে হবে, তাই আজই চলে এসেছি। রাজশাহী থেকে ট্রেনে ঢাকায় ফিরেছেন প্রসেনজিৎ কর্মকার। তিনি বলেন, বছরে একটি ঈদ আর পূজাতেই গ্রামে যাওয়া হয়। পূজার সময় আত্মীয়-স্বজন সবাই মিলে বাড়িতে আসেন। তাই এ সময়টা অনেক আনন্দে কাটে। মঙ্গলবার অফিস শেষ করে বাড়ি গিয়েছিলাম। এখন অফিস করতে হবে বলে আজ ঢাকায় ফিরেছি। যাওয়া-আসায় তেমন কষ্ট হয়নি, আনন্দ নিয়েই পূজা উদযাপন করতে পেরেছি। কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকায় কথা হয় নাবিল আহমেদ নামের এক যাত্রীর সঙ্গে। তিনি জানান, ট্রেন থেকে নেমে রিকশা পাওয়া গেছে। তবে ভাড়া স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তারপরও ঢাকায় ফেরার আনন্দটাই আলাদা। পরিবারকে ছেড়ে আসা কষ্টের হলেও আগামী পূজার অপেক্ষায় থাকতে হবে। গুলিস্তান ও পল্টনে দেখা গেছে কর্মজীবী মানুষদের ছুটোছুটি। যারা শনিবার রাতে বা ভোরে ঢাকায় ফিরেছেন, তারা অফিসে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অফিসপাড়াগুলো এখনও ছুটির আমেজে থাকলেও রাস্তায় বাড়তে শুরু করেছে মানুষের চলাফেরা। তবে রাজধানীর বেশ কয়েকজন রিকশাচালক জানান, সকালে টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ থাকলেও দুপুরের পর থেকে ভাড়া করে যাত্রীদের বিভিন্ন এলাকায় পৌঁছে দিতে হচ্ছে। প্রতিদিনের তুলনায় আজকে রিকশার ভাড়া একটু বেশি পাওয়া গেছে। ঢাকার প্রবেশমুখ ও টার্মিনাল এলাকাগুলোতে পুলিশের তৎপরতাও চোখে পড়েছে। এদিকে যানজট নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্রাফিক পুলিশ। ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট কমাতে তারা বিশেষ নজরদারি চালাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স