ঢাকা , মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রামগঞ্জে ৫ বছর ধরে যানচলাচল বন্ধ শীতে কাঁপছে মানুষ কুয়াশায় নষ্ট বীজতলা ফেনীতে বিজিবির হাতে আফ্রিকান নাগরিক আটক নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার, তিনজন আটক কমেনি সমাজসেবা কর্মকর্তার দাপট পূর্বশত্রুতার জেরে মামলা দিয়ে হয়রানির অভিযোগ বিনা টেন্ডারে ২ কোটি টাকার কাজ দিলেন ইউএনও বরগুনায় নিষিদ্ধ বেহন্দি জালে চিংড়ি আহরণ পিরোজপুরে দুর্বৃত্তের আগুনে পুড়লো ঘরসহ গবাদিপশু নাটোরে অধ্যক্ষকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবি শিক্ষার্থীদের যশোরের বসুন্দিয়ায় সুদের ব্যবসা জমজমাট দেশীয় মাছের অস্তিত্ব কমছে হাটবাজারে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী রাশিয়া-রাষ্ট্রদূত শিক্ষা প্রশাসনে শীর্ষ অনেক পদ খালি! ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সমাবেশ সংবাদকর্মী চাকরিচ্যুতিতে উদ্বেগ জাপার আর্থিক কারণে বাড়ছে নারীর প্রতি সহিংসতা মুখ থুবড়ে পড়েছে চট্টগ্রামে বিদ্যুৎ প্রকল্প সরাসরি ইলিশ বিক্রি করলে দাম কমানো সম্ভব- মৎস্য উপদেষ্টা ইসির চাহিদা অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবে ইউএনডিপি

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরী

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৪ ১০:০৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৪ ০১:২৩:২২ পূর্বাহ্ন
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরী সিলেট নগরী বন্যা প্লাবিত হয়েছে। ছবিটি গতকাল সোমবার উপশহরের প্রধান সড়ক থেকে তোলা

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী উপজেলার পর এবার প্লাবিত হয়েছে সিলেট নগরীর অধিকাংশ এলাকা। গত দুদিন বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মাত্র ছয় ঘণ্টার টানা বৃষ্টিতে ফের তলিয়ে যায় সিলেট নগরী। এতে চরম বিপাকে পড়েছেন মানুষজন। বিশেষ করে নিচু এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেকের বাসা-বাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি দেখা গেছে।
এদিকে, সিলেটে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ২২৬.৬ মিলিমিটার। ভারী বর্ষণের ফলে নগরীর উপশহর, যতরপুর, তালতলা, তেররতন, মাছিমপুর, সবুজবাগসহ অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। অনেক বাসা-বাড়িতেও উঠেছে পানি।
গত রোববার মধ্যরাত থেকে গতকাল সোমবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত টানা বৃষ্টির পর সিলেট নগর প্লাবিত হয়। কেবল বাসা-বাড়ি নয়, সিলেটের সবচেয়ে বড় চিকিৎসাসেবা কেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্লাবিত হয়েছে।
আবহাওয়া অধিদফতর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজীব আহমদ জানিয়েছেন, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ২২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
জেলা প্রশাসনের তথ্যমতে, বন্যায় সিলেট সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডসহ ৬৮ ওয়ার্ড প্লাবিত হয়েছে। এতে ৭ শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। রোববার পর্যন্ত বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৬ লাখেরও বেশি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স