ঢাকা , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুর্গাপূজা ভারত বাংলাদেশ যৌথ ঐতিহ্যের প্রতিফলন-ভারতীয় হাইকমিশনার বাড্ডায় মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় অপরাধীদের বিরুদ্ধে হার্ডলাইনে এনসিপি গণপিটুনি ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু বেড়েছে অচলের বোঝা বইছে রেল দেশের রেললাইন ঝুঁকিতে ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়-ফরহাদ মজহার পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যেই ফিরবে, আশা অর্থ উপদেষ্টার বদলে গেছে আদালতের সংস্কৃতি ও জনগণের প্রত্যাশা : প্রধান বিচারপতি অক্টোবরে ১২ দিনের কর্মসূচি দিলো জামায়াত বিভাগ হচ্ছে ফরিদপুর ও কুমিল্লা খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ ও সহিংসতার ঘটনায় ৪১ নাগরিকের বিবৃতি পাহাড়ে বহিরাগত দিয়ে দেশীয়-অটোম্যাটিক অস্ত্রে গুলি করা হচ্ছে কেউ বলে, এই সরকার ৫-১০ বছর, এমনকি ৫০ বছর পর্যন্ত থাকুক মধ্যস্বত্বভোগীর কারসাজিতে খাদ্যপণ্যে ভোক্তার নাভিশ্বাস উগ্রবাদীগোষ্ঠী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে - ফরিদপুরে কেন্দ্রীয় যুবদল নেতা পিংকু পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান স্বচ্ছতা ও সততার পথে পরিচালক মোবারক হোসেন বাসে নারীর শ্লীলতাহানির অভিযোগ, আটক ২
সংবাদ বিবৃতি

পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০১:৫৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০১:৫৭:১৪ পূর্বাহ্ন
পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান
পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতি শান্ত করে পাহাড়ে বসবাসরত বাসিন্দাদের মাঝে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সকল সম্প্রদায়ের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই আহবান জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায। এসময় তিনি বলেন,  পাহাড়ে বসবাসরত স্থানীয় বাসিন্দাদের জানমালের ক্ষয়ক্ষতি রোধে করা জরুরি। তাই কোনরূপ গুজবে কান না দিয়ে, সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীকে শান্ত থাকতে হবে এবং সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি হয় এমন যেকোনো কাজ  থেকে সবাইকে বিরত থাকতে হবে। পরিস্থিতি শান্ত রাখতে ও গুজব প্রতিরোধে  প্রশাসনকে বিশেষ দৃষ্টি রাখতে হবে, প্রয়োজনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর থাকতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের এক অনন্য সম্পদ, যেখানে ভিন্ন ভাষা, সংস্কৃতি ও ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে অঞ্চলটি নিয়ে আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র কারীরা কিছু বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পাহাড়ের মানুষ - বাঙ্গালি হোক বা অবাংঙ্গালি সবাই এই মাটির সন্তান। পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহমর্মিতার ভিত্তিতেই এখানে স্থায়ী শান্তি ও উন্নয়ন সম্ভব। বিভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি।

আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন, গুজব এড়িয়ে চলা এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানাচ্ছি। প্রতিটি অপরাধের ন্যায়ভিত্তিক সমাধান ও আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। 

আসুন, পার্বত্য চট্টগ্রামকে প্রতিহিংসা, জাতিগত সংঘাত, সাম্প্রদায়িক বিভাজন দূর করে সম্প্রতি,  ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের ভূমি হিসেবে গড়ে তুলি। 

সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায আরও বলেন- সম্প্রতি খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনার সঠিক তদন্ত পূর্বক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। সেইসাথে উক্ত ঘটনাকে পুঁজি করে জেলার শান্তিশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের করতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটের তার জন্য সরকার কে সজাগ থাকার আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়

মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়