ঢাকা , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুর্গাপূজা ভারত বাংলাদেশ যৌথ ঐতিহ্যের প্রতিফলন-ভারতীয় হাইকমিশনার বাড্ডায় মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় অপরাধীদের বিরুদ্ধে হার্ডলাইনে এনসিপি গণপিটুনি ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু বেড়েছে অচলের বোঝা বইছে রেল দেশের রেললাইন ঝুঁকিতে ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়-ফরহাদ মজহার পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যেই ফিরবে, আশা অর্থ উপদেষ্টার বদলে গেছে আদালতের সংস্কৃতি ও জনগণের প্রত্যাশা : প্রধান বিচারপতি অক্টোবরে ১২ দিনের কর্মসূচি দিলো জামায়াত বিভাগ হচ্ছে ফরিদপুর ও কুমিল্লা খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ ও সহিংসতার ঘটনায় ৪১ নাগরিকের বিবৃতি পাহাড়ে বহিরাগত দিয়ে দেশীয়-অটোম্যাটিক অস্ত্রে গুলি করা হচ্ছে কেউ বলে, এই সরকার ৫-১০ বছর, এমনকি ৫০ বছর পর্যন্ত থাকুক মধ্যস্বত্বভোগীর কারসাজিতে খাদ্যপণ্যে ভোক্তার নাভিশ্বাস উগ্রবাদীগোষ্ঠী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে - ফরিদপুরে কেন্দ্রীয় যুবদল নেতা পিংকু পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান স্বচ্ছতা ও সততার পথে পরিচালক মোবারক হোসেন বাসে নারীর শ্লীলতাহানির অভিযোগ, আটক ২
পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

যশোর সদরের বিরামপুরে সন্ত্রাসী কালাম কসাইয়ের রামরাজত্ব

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০১:৪১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০১:৪১:৫০ পূর্বাহ্ন
যশোর সদরের বিরামপুরে সন্ত্রাসী কালাম কসাইয়ের রামরাজত্ব
যশোর থেকে শেখ দিনু আহমেদ
যশোর সদরের বিরামপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী কালাম কসাই ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে সিয়াম নামে এক যুবককে ধরে নিয়ে বেধড়ক মারপিট করে নগদ টাকা ও একটি টাচ মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে উপশহর ক্যাম্পের পুলিশ কালাম কসাইয়ের বাড়ি থেকে অপহ্নত যুবক সিয়ামকে উদ্ধার করেছে। গত সোমবার সন্ধ্যায় বিরামপুর জলপাইতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সিয়ামের মা সপ্না বেগম যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব পেয়েছেন সদরের তালবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ এসআই তামিম। তিনি সাংবাদিকদের বলেছেন, অভিযোগটি হাতে পেলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের হিসেবে সোমবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে বিরামপুর জলপাইতলা থেকে সন্ত্রাসী কালাম কসাই, তার ছেলে হালিম, মাহাবুবের ছেলে প্লাবন, মতিয়ার রহমানের ছেলে মোহন, রাহুল, বোম্বে সুমনের ছেলে তাছিন, কাইয়ুম, ইজিবাইক চালক আব্দুল্লাহসহ ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী সিয়ামকে তার বাড়ির সামনে থেকে ধরে নিয়ে মারপিট করে এবং তার কাছে থাকা নগদ ২২শ’ টাকা ও একটি টাচ মোবাইল কেড়ে নেয়। খবর পেয়ে উপশহর ক্যাম্পের পুলিশ কালাম কসাইয়ের বাড়ি থেকে সিয়ামকে উদ্ধার করে। অভিযোগ থেকে আরও জানা যায়, কালাম কসাই এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় মাদক ও অস্ত্র মামলা রয়েছে। বর্তমানে কালাম কসাইয়ের নেতৃত্বে সংঘবদ্ধ একদল সন্ত্রাসী এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে মাদক ও অস্ত্রের সিন্ডিকেট চালাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে কালাম কসাই ও তার সাঙ্গ—পাঙ্গদের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় সপ্না বেগমের পরিবারটি রয়েছে চরম হুমকির মুখে। কালাম কসাই ও তার দলের ক্যাডাররা সপ্না বেগমের ছেলে সিয়ামসহ তাদের পরিবারের সদস্যদের খুন—জখমের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অসহায় সপ্না বেগমের পরিবার এ ব্যাপারে যশোর পুলিশ সুপারে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়

মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়