ঢাকা , শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ , ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার প্রচারণায় বক্তব্য রেখে এখনো বিপদে অধ্যক্ষ মরিয়ম বেগম দুর্গাপূজা ভারত বাংলাদেশ যৌথ ঐতিহ্যের প্রতিফলন-ভারতীয় হাইকমিশনার বাড্ডায় মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় অপরাধীদের বিরুদ্ধে হার্ডলাইনে এনসিপি গণপিটুনি ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু বেড়েছে অচলের বোঝা বইছে রেল দেশের রেললাইন ঝুঁকিতে ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়-ফরহাদ মজহার পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যেই ফিরবে, আশা অর্থ উপদেষ্টার বদলে গেছে আদালতের সংস্কৃতি ও জনগণের প্রত্যাশা : প্রধান বিচারপতি অক্টোবরে ১২ দিনের কর্মসূচি দিলো জামায়াত বিভাগ হচ্ছে ফরিদপুর ও কুমিল্লা খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ ও সহিংসতার ঘটনায় ৪১ নাগরিকের বিবৃতি পাহাড়ে বহিরাগত দিয়ে দেশীয়-অটোম্যাটিক অস্ত্রে গুলি করা হচ্ছে কেউ বলে, এই সরকার ৫-১০ বছর, এমনকি ৫০ বছর পর্যন্ত থাকুক মধ্যস্বত্বভোগীর কারসাজিতে খাদ্যপণ্যে ভোক্তার নাভিশ্বাস উগ্রবাদীগোষ্ঠী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে - ফরিদপুরে কেন্দ্রীয় যুবদল নেতা পিংকু পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান স্বচ্ছতা ও সততার পথে পরিচালক মোবারক হোসেন

নরসিংদীতে পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০১:৩৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০১:৩৯:০৩ পূর্বাহ্ন
নরসিংদীতে পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ
নরসিংদী প্রতিনিধি
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে নরসিংদীর মনোহরদীতে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে হাজারো মানুষ উপস্থিত ছিল। জানাজা নামাজে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই মামুন ও লিমন এবং বড় মেয়ের জামাতা শফিকুল ইসলাম। জানাজা শেষে তাকে ব্রাহ্মণহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত সোমবার রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জুলাই-২৪ অভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। সম্প্রতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন দীর্ঘ রাজনৈতিক জীবনে নরসিংদী-৪ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উপস্থিত নেতাকর্মীদের অনেকে বলেন, তিনি ছিলেন রাজনৈতিক সহ-অবস্থানের এক উজ্জ্বল উদাহরণ। স্থানীয় এক প্রবীণ নেতা বলেন, তিনি সব সময় চেষ্টা করতেন ভিন্নমতকেও শ্রদ্ধা করতে। রাজনৈতিক প্রতিপক্ষকেও সম্মানের চোখে দেখতেন। এলাকার সাধারণ জনগণও কান্নাভেজা চোখে তাকে শেষ বিদায় জানান। হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। একজন স্থানীয় যুবক জানান, তিনি শুধু একজন নেতা ছিলেন না, ছিলেন অভিভাবক। তার মৃত্যুতে আমরা একজন দিকনির্দেশক হারালাম।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়

মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়