ঢাকা , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুর্গাপূজা ভারত বাংলাদেশ যৌথ ঐতিহ্যের প্রতিফলন-ভারতীয় হাইকমিশনার বাড্ডায় মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় অপরাধীদের বিরুদ্ধে হার্ডলাইনে এনসিপি গণপিটুনি ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু বেড়েছে অচলের বোঝা বইছে রেল দেশের রেললাইন ঝুঁকিতে ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়-ফরহাদ মজহার পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যেই ফিরবে, আশা অর্থ উপদেষ্টার বদলে গেছে আদালতের সংস্কৃতি ও জনগণের প্রত্যাশা : প্রধান বিচারপতি অক্টোবরে ১২ দিনের কর্মসূচি দিলো জামায়াত বিভাগ হচ্ছে ফরিদপুর ও কুমিল্লা খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ ও সহিংসতার ঘটনায় ৪১ নাগরিকের বিবৃতি পাহাড়ে বহিরাগত দিয়ে দেশীয়-অটোম্যাটিক অস্ত্রে গুলি করা হচ্ছে কেউ বলে, এই সরকার ৫-১০ বছর, এমনকি ৫০ বছর পর্যন্ত থাকুক মধ্যস্বত্বভোগীর কারসাজিতে খাদ্যপণ্যে ভোক্তার নাভিশ্বাস উগ্রবাদীগোষ্ঠী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে - ফরিদপুরে কেন্দ্রীয় যুবদল নেতা পিংকু পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান স্বচ্ছতা ও সততার পথে পরিচালক মোবারক হোসেন বাসে নারীর শ্লীলতাহানির অভিযোগ, আটক ২

পারিবারিক সহিংসতায় আশঙ্কাজনক হারে বাড়ছে প্রাণহানির ঘটনা

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০১:২২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০১:২২:২৪ পূর্বাহ্ন
পারিবারিক সহিংসতায় আশঙ্কাজনক হারে বাড়ছে প্রাণহানির ঘটনা
পারিবারিক সহিংসতায় দেশে আশঙ্কাজনক হারে প্রাণহানির ঘটনা বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে দেশে পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে ৩৬৩টি। আর ওসব ঘটনায় ৩২২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২০৮ জন নারী ও শিশু হত্যার শিকার হয়েছে। আর ১১৪ জন আত্মহত্যা করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি ১৩৩ জন নারীর স্বামীর হাতে হত্যার ঘটনা ঘটেছে। তাছাড়া স্বামীর পরিবারের সদস্যদের হাতে ৪২ জন হত্যার শিকার হয়েছে। আর নিজ পরিবারের সদস্যদের হাতে ৩৩ জন হত্যার শিকার হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও মানবাধিকার সংগঠন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় নারী সুরক্ষা হেল্পলাইন ‘১০৯’-এ শারীরিক-মানসিক নির্যাতনের শিকার নারীর জন্য সহায়তা চেয়ে ৪৮ হাজার ৭৪৫টি কল এসেছে। আর জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ গত জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাড়ে ৮ মাসে নারী নির্যাতনের ঘটনায় কল এসেছে ১৭ হাজার ৩৪১টি। তার মধ্যে পারিবারিক নির্যাতনের অভিযোগে ৯ হাজার ৭৪৬টি কল এসেছে। ওসব কলের মধ্যে ৯ হাজার ৩৯৪টি শুধু স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এসেছে।
সূত্র জানায়, পারিবারিক সহিংসতা বেশি হচ্ছে মূলত পিতৃতান্ত্রিক সংস্কৃতি ও আইন প্রয়োগে দুর্বলতায়। পিতৃতান্ত্রিক সংস্কৃতি নারী নির্যাতনের ক্ষেত্র তৈরি করে। যে নারীর পড়াশোনা কম, পরিবারের আর্থিক অবস্থা দুর্বল, তাঁরা বেশি নির্যাতনের শিকার হচ্ছে। সমাজে বিবাহবিচ্ছেদ নিয়ে একধরনের সংস্কার আছে। ফলে মেয়েদের পরিবার চায়, যেভাবেই হোক মেয়ে যেন সংসার টিকিয়ে রাখুক। আর এ মনোভাব থেকে নির্যাতনের ঘটনা বাড়ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বল অবস্থার কারণেও বাড়ে নির্যাতনের ঘটনা। নারীদের অবশ্যই নির্যাতনমূলক সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়াও জরুরি। কারণ শাস্তির ভয় থাকলে নির্যাতন কম হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়

মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়