ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

বেনজীরকে দেশত্যাগের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী : রিজভী

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৪ ০১:১০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৪ ০১:১০:৫৬ অপরাহ্ন
বেনজীরকে দেশত্যাগের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী : রিজভী বেনজীরকে দেশত্যাগের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বেনজীরকে দেশত্যাগের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরাদেশের মানুষকে জিম্মি করে সম্পদের পাহাড় গড়ার সুযোগও তারাই করে দিয়েছিলেনঅবশ্য তিনি (বেনজীর) বিদেশে গেছেন কিনা, তা এখনও রহস্যঘেরাতিনি এখন আটলান্টিকে তেলাপিয়া মাছ ধরছেন কিনা, স্বরাষ্ট্রমন্ত্রী তা ভালো বলতে পারবেনগতকাল রোববার কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনবিএনপির প্রতিষ্ঠিাতা, প্রয়াত রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়রিজভী বলেন, ‘জিয়াউর রহমানের সততা, রাষ্ট্র পরিচালনার দক্ষতা ছিল তা অতুলনীয়তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন বহু গুণে গুণান্বিত একজন অসাধারণ মানুষতিনি প্রতিহিংসার রাজনীতি করতেন নাখন্দকার মোশতাক ক্ষমতা দখল করে বঙ্গভবন থেকে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে দিয়েছিলপ্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে তার ছবি বঙ্গভবনে টাঙিয়ে ছিলেনকিন্তু, শেখ হাসিনা হলেন চরম প্রতিহিংসাপরায়ণতিনি শহিদ জিয়ার নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা অব্যাহত রেখেছেনরিজভী বলেন, ‘সরকার পানি, বিদ্যুৎ, গ্যাস ও ডিমের দাম দফায় দফায় বাড়িয়ে জনগণের নাভিশ্বাস তুলেছেএই অতিরিক্ত টাকায় বিদেশি লোন পরিশোধ করছেকারণ, বিদেশি লোন নিয়ে তা লুটপাট করেছেজনগণের সরকার নয় বলে তারা খেয়াল-খুশি মতো দাম বাড়ায়অথচ আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম না বাড়লেও শুধু লুটপাট ও বিদেশে পাচারের উদ্দেশে তাদের দাম বাড়ানো হয়তিনি বলেন, ‘আমাদের ভাবতে অবাক লাগে একজন সোনা চোরাকারবারি কীভাবে এমপি হন? তারপর তিনি পাশের দেশে গিয়ে খুন হনএখন পর্যন্ত তার লাশটিও পাওয়া য়াযনিতাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’
রুহুল কবির রিজভী বলেন, ‘মানুষের পকেট কেটে অনাহারে রেখে আওয়ামী লীগ ফূর্তি করতে ভালোবাসে১৯৭৪ সালেও মানুষকে কলাপাতা চিবিয়ে খেতে দেখেছিওরা মানুষের হাহাকার ও খাদ্য নিয়ে রসিকতা করেখবরের কাগজে পড়ছি কোনো রকমে টিকে থাকার জন্য মা তার সন্তানকেও বিক্রি করে দিচ্ছেনউপজলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল ওয়াদুদ মুন্সির সভাপতিত্বে ও সদস্য সচিব আজহারুল ইসলাম শাহীনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুল ইসলাম, এমরামুজ্জান বিপ্লব, সালাউদ্দিন শিশির, শেখ শামীম, কৃষক দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারক ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বকুল, যুবদল নেতা ওমর ফারুক কায়সার, জাকির হোসেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স