ঢাকা , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুর্গাপূজা ভারত বাংলাদেশ যৌথ ঐতিহ্যের প্রতিফলন-ভারতীয় হাইকমিশনার বাড্ডায় মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় অপরাধীদের বিরুদ্ধে হার্ডলাইনে এনসিপি গণপিটুনি ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু বেড়েছে অচলের বোঝা বইছে রেল দেশের রেললাইন ঝুঁকিতে ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়-ফরহাদ মজহার পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যেই ফিরবে, আশা অর্থ উপদেষ্টার বদলে গেছে আদালতের সংস্কৃতি ও জনগণের প্রত্যাশা : প্রধান বিচারপতি অক্টোবরে ১২ দিনের কর্মসূচি দিলো জামায়াত বিভাগ হচ্ছে ফরিদপুর ও কুমিল্লা খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ ও সহিংসতার ঘটনায় ৪১ নাগরিকের বিবৃতি পাহাড়ে বহিরাগত দিয়ে দেশীয়-অটোম্যাটিক অস্ত্রে গুলি করা হচ্ছে কেউ বলে, এই সরকার ৫-১০ বছর, এমনকি ৫০ বছর পর্যন্ত থাকুক মধ্যস্বত্বভোগীর কারসাজিতে খাদ্যপণ্যে ভোক্তার নাভিশ্বাস উগ্রবাদীগোষ্ঠী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে - ফরিদপুরে কেন্দ্রীয় যুবদল নেতা পিংকু পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান স্বচ্ছতা ও সততার পথে পরিচালক মোবারক হোসেন বাসে নারীর শ্লীলতাহানির অভিযোগ, আটক ২

প্রথমবার শিশু রোগীর হার্টে পালমোনারি ভেনাস পি ভাল্ব প্রতিস্থাপনে সফলতা

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১১:০২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১১:০২:২২ পূর্বাহ্ন
প্রথমবার শিশু রোগীর হার্টে পালমোনারি ভেনাস পি ভাল্ব প্রতিস্থাপনে সফলতা
দেশের ইতিহাসে প্রথমবার রোগীদের হার্টে পালমোনারি ভেনাস পি ভাল্ব প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। যার মাধ্যমে জটিল শিশু হৃদরোগীর বাঁচার আশা পেয়েছে। তবে উচ্চমূল্যের ভাল্ব নিয়মিত প্রতিস্থাপনে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা। যিনি তার বহুদিনের স্বপ্ন পূরণে রোগীদের পেছনে ব্যয় হওয়া টাকার সিংহভাগই নিজে দিয়েছেন। একই সঙ্গে দেশের তিন শতাধিক নবীন ও প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞকে শেখার সুযোগ করে দিয়েছেন। হাতে ৪০ হাজার টাকা নিয়ে সন্তানের হার্টে ২১ লাখ টাকার ভাল্ব প্রতিস্থাপন করাতে এসেছেন আলিফের বাবা মা। তার হার্টে পালমোনারি মাই ভাল্ব সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। প্রায় বিনামূল্যে মৃত্যু ঝুঁকি নিয়ে বেচে থাকা আলিফকে সুস্থ জীবনে ফিরতে দেখে চিকিৎসকের প্রতি সীমাহীন কৃতজ্ঞতায় আপ্লুত আলিফের পরিবার। আলিফের পরিবার জানান, তাদের পক্ষে সম্ভব ছিলো না। সম্পূর্ণ টাকা ডা. নুরুন্নাহার ফাতেমা দিয়েছেন। তাদের থেকে অল্প কিছু নিয়েছেন। চিকিৎসা করাতে পেরে তারা কৃতজ্ঞতায় আপ্লুত। এক বছর বয়সে ভারতে সার্জারি হলেও সম্পূর্ণ সুস্থ হতে পারেনি রুদ্র। তার হার্টে পালমোনারি ভেনাস পি ভাল্ব প্রতিস্থাপন করা হয়েছে যা দেশের ইতিহাসেই প্রথম। হার্ট ফেইল করার পর রুদ্রের শরীরে যে ভাল্বটি প্রতিস্থাপন করতে খরচ হয়েছে ২৪ লাখ টাকা। এখানেও রুদ্রের বাবা মা সর্বসাকুল্যে ৫ লাখ ৪০ হাজার টাকা জমা দিয়েছেন। পৃথিবীর শিশু হৃদরোগ চিকিৎসার জনক কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. শাকিল আহমেদ কুরেশির নেতৃত্বে বাংলাদেশের রোগীদের হার্টে ভেনাস পি-ভাল্ব প্রতিস্থাপন করেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা ও তার দল। এই স্বপ্ন বহুবছর ধরে বুকে পুষেছিলেন অধ্যাপক ফাতেমা। মধ্যবিত্ত ও অসহায় ৫টি শিশুর হার্টে তিনটি ভাল্ব ও দুটি রিং বসাতে খরচ হওয়া ৯০ লাখের ৬৫ লাখই ডা. ফাতেমা নিজে দিয়েছেন। অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশের শিশু হৃদরোগের চিকিৎসা অনন্য মাত্রায় নিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কিডস ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ফাতেমা। অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা বলেন, এ ভাল্বগুলোতে পড়ছে ২৫ লাখ টাকার মতো। এরমধ্যে একটা পেশেন্টের শুধু আছে ১৮ লাখ টাকা। বাকি কোনো পেশেন্টেরই টাকা নেই। এরইমধ্যে আমরা যাদের চিকিৎসা করছি তাদের কাছে খুবই অল্প টাকা আছে, কারো আবার একদমই টাকা নেই। আমার স্বপ্ন ছিলো সবাই বলে বাংলাদেশ এগুলো পারে না, তাই পশ্চিমাদের দেখাতে চাই যে আমরাও পারি। ডা. নুরুন্নাহার ফাতেমা বলেন, জুম করে একদম ছোটো ছোটো জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে। তবে এটা অনেক এডভান্সড পদ্ধতি। আমাদের এভারেজ যারা আছে তাদের এখনো এগুলোতে যাওয়ার মতো সময় হয়নি। তারা আস্তে আস্তে সেগুলোতে পৌঁছাবে। আমাদের রোগী আছে কিন্তু ফান্ড নেই। তাদের অবস্থা দেখে তাদের বলার সাহসই হবে না যে ২৫ লাখ টাকা দিয়ে এটা করাও। সর্বাধুনিক ভাল্ব প্রতিস্থাপনের এ পদ্ধতি পর্যবেক্ষণ করে ভার্চুয়াল প্রশিক্ষণে অংশ নিয়েছেন দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি হাসপাতালের তিন শতাধিক কার্ডিওলজিস্ট। অধ্যাপক ডা. শাাকিল কুরেশি বলেন, আমরা যদি আরও এরকম কাজ করতে পারি বিশেষ করে কমপ্লেক্স কেসগুলো। এ কেসগুলোতে বেশি সুপারভিশনের দরকার হয়। পশ্চিমা দেশে এগুলো অহরহ হচ্ছে। এখন একই জিনিস বাংলাদেশে হচ্ছে। ফাদার অব কার্ডিওলজিস্ট খ্যাত অধ্যাপক ডা. শাাকিল কুরেশি বলেছেন, ভেনাস পি-ভাল্ব প্রতিস্থাপন বাংলাদেশের নতুন প্রজন্মের কার্ডিওলজিস্টদের জন্য মাইলফলক হয়ে থাকলো। ভবিষ্যতে বাংলাদেশের কার্ডিওলজিস্টরা নিয়মিতভাবে ভেনাস পি ভাল্ব প্রতিস্থাপনে সক্ষম হবেন বলে বিশ্বাস করেন তিনি। উচ্চমূল্যের ভেনাস পি ভাল্বের অভাব ও প্রতিস্থাপনের সক্ষমতা না থাকায় প্রতিনিয়তই ভুক্তভোগী শিশুরা মৃত্যুর মুখোমুখি হয়েছে। ভেনাস পি ভাল্ব প্রত্যাশী শত শত শিশু হৃদরোগীর জীবন বাঁচাতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়

মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়