ঢাকা , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুর্গাপূজা ভারত বাংলাদেশ যৌথ ঐতিহ্যের প্রতিফলন-ভারতীয় হাইকমিশনার বাড্ডায় মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় অপরাধীদের বিরুদ্ধে হার্ডলাইনে এনসিপি গণপিটুনি ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু বেড়েছে অচলের বোঝা বইছে রেল দেশের রেললাইন ঝুঁকিতে ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়-ফরহাদ মজহার পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যেই ফিরবে, আশা অর্থ উপদেষ্টার বদলে গেছে আদালতের সংস্কৃতি ও জনগণের প্রত্যাশা : প্রধান বিচারপতি অক্টোবরে ১২ দিনের কর্মসূচি দিলো জামায়াত বিভাগ হচ্ছে ফরিদপুর ও কুমিল্লা খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ ও সহিংসতার ঘটনায় ৪১ নাগরিকের বিবৃতি পাহাড়ে বহিরাগত দিয়ে দেশীয়-অটোম্যাটিক অস্ত্রে গুলি করা হচ্ছে কেউ বলে, এই সরকার ৫-১০ বছর, এমনকি ৫০ বছর পর্যন্ত থাকুক মধ্যস্বত্বভোগীর কারসাজিতে খাদ্যপণ্যে ভোক্তার নাভিশ্বাস উগ্রবাদীগোষ্ঠী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে - ফরিদপুরে কেন্দ্রীয় যুবদল নেতা পিংকু পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান স্বচ্ছতা ও সততার পথে পরিচালক মোবারক হোসেন বাসে নারীর শ্লীলতাহানির অভিযোগ, আটক ২
যশোর পৌরসভার সার্ভেয়ার

হাফিজুরের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১২:৪৮:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১২:৪৮:১০ পূর্বাহ্ন
হাফিজুরের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা
যশোর থেকে শেখ দিনু আহমেদ
যশোর পৌরসভার ভারপ্রাপ্ত সার্ভেয়ার হাফিজুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আদালতে মামলা হয়েছে। জেলা শহরের বকচর ষষ্টিতলাপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ বাদী হয়ে এ মামলা করেছেন। যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল অভিযোগের তদন্ত করে সিআইডিকে আদালতে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
মামলার অপর আসামীরা হলেন, বকচর হুশতলা এলাকার মেসবাহ উদ্দিন আহম্মেদের ছেলে বাহাউদ্দিন আহম্মেদ ও পশ্চিম বারান্দীপাড়া কদমতলা এলাকার শেখ আব্দুল ওয়াজেদের ছেলে শেখ আশরাফুর রহমান। মামলার অভিযোগে জানা গেছে, অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ শহরের বকচর মৌজায় এসএ ২৩৭ ও আরএস ৬০২ দাগের ২ দশমিক ৪২ শতক জমি অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজুর কাছ থেকে ক্রয় করেন । জমির চৌহদ্দি অনুযায়ী পূর্বে ম্যাপে ও দলিলে ৮ ফুট রাস্তা রয়েছে। তিনি যশোর পৌরসভা থেকে ভবনের নকশা অনুমোদন ও ভবন নির্মাণ করে বসবাস করছেন। ২০২৪ সালের ৮ মার্চ আসামি বাহাউদ্দিন, আশরাফুর ও জামিয়া কোরআনীয়া মাদ্রাসার সম্পাদক আব্দুস শহিদ লোকজন নিয়ে এ জমি মাপজোক করেন। এ সময় তারা রেজিস্ট্রি করা নয় এমন একটি বিনিময় দলিল দেখিয়ে ইসতিয়াকের জমির মধ্যে তাদের রাস্তা আছে বলে দাবি করেন। এ ঘটনায় ওই বছরের ২৭ মার্চ ইসতিয়াক আহমেদ যশোরের নির্বাহী আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর আদালত সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছিলেন যশোর পৌরসভাকে। চলতি বছরের ১৮ মার্চ পৌরসভার ভারপ্রাপ্ত সার্ভেয়ার হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের কাগজপত্র গ্রহণ করেন। তদন্ত কর্মকর্তা হিসেবে সার্ভেয়ার হাফিজুর রহমান আসামিদের সাথে পরস্পর যোগসাজসে জাল বিনিময়পত্র ও মৃত ব্যক্তির নোটারি পাবলিকের সীল-স্বাক্ষরযুক্ত কাগজপত্র সত্য বলে আদালতে জমা দেয়ায় এ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ আদালতে এ মামলা দায়ের করেন।  এ বিষয়ে ইসতিয়াক দাবি করেছেন, মূলত : সার্ভেয়ার হাফিজুর রহমান আসামি পক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে তদন্ত প্রতিবেদেন তাদের পক্ষে দিয়েছেন। এমনকি তার কাছেও সার্ভেয়ার হাফিজুর রহমান মোটা অঙ্কের ঘুষ দাবি করেছিলেন।
শুধু তাই নয়, এ্যাডভোকেট ইসতিয়াকের কাছ থেকেও ৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন সার্ভেয়ার হাফিজুর রহমান। মামলার বিবরণে এসব অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে ইসতিয়াক ঘুষ হিসেবে সার্ভেয়ার হাফিজুর রহমানকে আর টাকা না দেয়ায় আসামীদের পক্ষে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন তিনি। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন যশোরে পৌরসভার সার্ভেয়ার হাফিজুর রহমান। তিনি দাবি করেছেন, সরেজমিনে যে কাগজপত্র ও তথ্য পেয়েছেন সেটাই আদালতে জমা দিয়েছেন তিনি। উল্লেখ, এর আগেও সার্ভেয়ার হাফিজুর রহমানের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অবৈধভাবে লেনদেনের মাধ্যমে যশোর পৌরসভার জায়গা-জমি মাপজোকের একাধিক অভিযোগ রয়েছে। এমনকি এসব বিষয়ে মামলাও হয়েছে তার বিরুদ্ধে। জ্ঞাত আয় বহির্ভূত অঢেল সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ভূক্তভোগি মহল এব্যাপারে দুদকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়

মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়