মাগুরা প্রতিনিধি
স্লুইজগেটের রেলিং থেকে নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ স্কুলছাত্র দীপ্তর (১৩) লাশ উদ্ধার হয়েছে। সে মাগুরা পৌরশহরের কাশিনাথপুর পূর্বপাড়ার ফেরদৌস হোসেনের ছেলে। দীপ্ত মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। গত রোববার রাত সাড়ে সাতটার দিকে নবগঙ্গা নদীতে পড়ে যায় সে। তার পর থেকে নিখোঁজ ছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ওই রাতেই তার লাশ উদ্ধার করেন। দাদা রুহুল আমিন বলেন, ঘটনার সময় তিন বন্ধুর সাথে দীপ্ত নবগঙ্গা নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধানো স্থানে ঘুরতে যায়। এ সময় দীপ্ত স্লুইজগেটের রেলিং এর ওপর দাঁড়িয়ে ছবি তুলছিল। হঠাৎ পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়। তিনি জানান, দীপ্তর পিতা ফেরদৌস হোসেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি কানাডা প্রবাসী। তার আরো একটি সন্তান রয়েছে। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
