ঢাকা , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুর্গাপূজা ভারত বাংলাদেশ যৌথ ঐতিহ্যের প্রতিফলন-ভারতীয় হাইকমিশনার বাড্ডায় মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় অপরাধীদের বিরুদ্ধে হার্ডলাইনে এনসিপি গণপিটুনি ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু বেড়েছে অচলের বোঝা বইছে রেল দেশের রেললাইন ঝুঁকিতে ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়-ফরহাদ মজহার পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যেই ফিরবে, আশা অর্থ উপদেষ্টার বদলে গেছে আদালতের সংস্কৃতি ও জনগণের প্রত্যাশা : প্রধান বিচারপতি অক্টোবরে ১২ দিনের কর্মসূচি দিলো জামায়াত বিভাগ হচ্ছে ফরিদপুর ও কুমিল্লা খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ ও সহিংসতার ঘটনায় ৪১ নাগরিকের বিবৃতি পাহাড়ে বহিরাগত দিয়ে দেশীয়-অটোম্যাটিক অস্ত্রে গুলি করা হচ্ছে কেউ বলে, এই সরকার ৫-১০ বছর, এমনকি ৫০ বছর পর্যন্ত থাকুক মধ্যস্বত্বভোগীর কারসাজিতে খাদ্যপণ্যে ভোক্তার নাভিশ্বাস উগ্রবাদীগোষ্ঠী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে - ফরিদপুরে কেন্দ্রীয় যুবদল নেতা পিংকু পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান স্বচ্ছতা ও সততার পথে পরিচালক মোবারক হোসেন বাসে নারীর শ্লীলতাহানির অভিযোগ, আটক ২

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালিত

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৭:০৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৭:০৮:৩৩ অপরাহ্ন
ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালিত
নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

"প্রতিটি স্পন্দনই জীবন, এখনই পদক্ষেপ নিন, জীবন বাঁচান" এই স্লোগানকে সামনে রেখে সোমবার ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের হৃদরোগ হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিক হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
পরে ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে হৃদরোগ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর হার্ট ফাউন্ডেশন এর সভাপতি ডা মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমীর হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার বদরুজ্জামান, হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম এ সামাদ, ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া, ফরিদপুর মেডিকেল কলেজ এর সহকারী অধ্যক্ষ ডাক্তার খান মোঃ আরিফ প্রমূখ।
 
এ সময় বক্তারা বলেন,  হৃদরোগ একটি ঝুঁকিপূর্ণ ব্যাধি। বর্তমানে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। অল্প বয়সের যুবকেরাও এই রোগে আক্রান্ত হচ্ছে।
বক্তারা আরো জানান, যথাযথ খাবার গ্রহণ, অনুশীলন, আর জীবনের উদ্দেশ্যে খুঁজে বের করে সামাজিক সম্পর্ক ও বন্ধন সৃষ্টি করার প্রতি গুরুত্ব দেন অনেকে। প্রতিটি স্পন্দনকে অনুভব করা এবং তার সাথে জীবনকে মানিয়ে নেয়ার কথাও বলেন বক্তারা।

এছাড়া হৃদরোগে আক্রান্ত রোগীদের কে যথাসময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়

মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়