দুই দফা দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা গত ৯ আগস্ট থেকে টানা ৫০ দিন যাবৎ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বেলা ১২টায় রাজধানী ঢাকায় প্রতীকী হরতাল পালন করে আন্দোলনকারীরা। ১৫ মিনিটের প্রতীকী হরতাল পালন শেষে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহিম। তিনি বলেন, কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক বাতিল আদেশ প্রত্যাহারসহ সারাদেশে বস্তি পুনর্বাসনের দাবিতে আমরা টানা ৫০ দিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু এখন পর্যন্ত সরকার দাবি বাস্তবায়ন করেনি। আজ পুলিশ আমাদের ৫ জন বস্তিবাসীকে গ্রেফতার করে নিয়ে গেছে। গ্রেফতারকৃতরা হলো-১. শিউলী, ২. বিপ্লব, ৩. রাসেল, ৪. মুস্তাকিম ও ৫. জেসমিন। এছাড়া পুলিশ আমাদের অবস্থান কর্মসূচির স্থানে হামলা করে সব তছনছ করে দিয়েছে। একপর্যায়ে কিছু লোক এসে আমাদের মালামাল লুটপাট করে নিয়ে গেছে। তিনি বলেন, আমরা নায্য দাবিতে আন্দোলন করছি। আমাদের গ্রেফতারকৃত ৫ জনকে দ্রুত ছেড়ে দিন। আমাদের লুট হওয়া মালামাল ফেরত পেতে সহায়তা করুন। তা না হলে আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হবো।
আব্দুর রহিম বলেন, আমাদের দাবি দুটি মেনে নিতে সরকারকে বারবার অনুরোধ করছি কিন্তু সরকার সাড়া দিচ্ছে না। আবারো অনুরোধ করছি, আমাদের নায্য দাবি মেনে নিন। আগামী সাতদিনের মধ্যে যদি আমাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে আমরা পুনরায় হরতালসহ আরো কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবো। ফলশ্রুতিতে পরিস্থিতি ঘোলাটে হলে তার দায় সরকারকেই নিতে হবে। তিনি আরো বলেন, ভূমি মন্ত্রণালয়ের যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে ইতোমধ্যে আমরা দুর্নীতি দমন কমিশন-দুদক, ভূমি উপদেষ্টা ও ঢাকা জেলা প্রশাসক (ডিসি), বিএনপি, জামায়াত ও এনসিপি বরাবর স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমাধান হচ্ছে না। আমরা অন্যান্য রাজনৈতিক দলের নিকট স্মারকলিপি পাঠিয়েছি। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সরকার ফ্যাসিস্ট আচরণ করছে। মনে হয় সরকার ২৪ কে ভুলে গেছে। পুলিশকে সতর্ক করে তিনি বলেন, আপনারা ২৪ কে ভুলে যাবেন না। প্রয়োজনে ২৪ এর ন্যায় আমরা আবার গর্জে উঠবো। এর দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। হয় দাবি আদায় করবো না হয় রাস্তায় আমরা জীবন দিব। এসময় আরো উপস্থিত ছিলেন-সংগ্রাম পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশী, বস্তিনেত্রী জেসমিন, শিউলি রুবিয়া ইয়াসমিন, মুস্তাকিমসহ শত শত বস্তিবাসী এবং মুক্তিযোদ্ধা পরিবার ও সংগ্রাম পরিষদের অসংখ্য নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

* গ্রেফতার ৫, হামলা ও মালামাল লুটপাট * ৭ দিনের মধ্যে দাবি আদায় না হলে আন্দোলনের হুঁশিয়ারি
দুই দাবিতে বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারের প্রতীকী হরতাল পালিত
- আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৬:৩৭:৩৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৬:৩৭:৩৭ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ