
নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার
- আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৮:১১:১৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৮:১১:১৩ অপরাহ্ন


নিখোঁজের পাঁচদিন পর জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তুরাগ থানার এসআই সাদিক রহমান জানান, খবর পেয়ে আমরা পূর্বাচল জামে মসজিদ থেকে মামুনুর রশীদকে উদ্ধার করি। পরে তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রীর হাসপাতালে নেওয়া হয়। ইতিমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এদিকে গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নিখোঁজ মামুনুর রশীদের সন্ধান দাবিতে মানববন্ধন করেন তার স্বজনরা। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামুনুর রশীদকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। মানববন্ধনে মামুনের স্ত্রী খাদিজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, পাঁচদিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না। সরকার কী পারছে না তাকে ফিরিয়ে দিতে? আমার সন্তান সারাক্ষণ বাবার খোঁজ করে। ওকে আমি কীভাবে বুঝাবো? তিনি নিরাপদে স্বামীকে ফেরানোর জন্য প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেছিলেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ