কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক এখন ভয়ংকর হয়ে উঠেছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রোপাগান্ডা বাড়ছে। এসব মোকাবিলায় সচেতনতা কর্মসূচির মাধ্যমে মানুষকে জানাতে হবে। ক্ষতিকর দিক তুলে ধরতে হবে।
অক্টোবরকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেসরকারি সংস্থা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএএফ) এই অনুষ্ঠানের আয়োজন করে ।
রবির সাইবার সিকিউরিটি প্ল্যানিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল হাসনাত মোহাম্মদ শফি উল্লাহ বলেন, প্রযুক্তির কোনো সীমা নেই। যেভাবে বিশ্বের অন্যরা প্রতারিত হয়, আমরাও হচ্ছি। তাই সচেতনতার কোনো বিকল্প নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার যে স্তরে চলে গেছে, ঠিক সেই স্তরে আমাদের সচেতনতা নিয়ে যেতে হবে। সিসিএফের উপদেষ্টা কম্পিউটার নেটওয়ার্ক প্রকৌশলী সৈয়দ জাহিদ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ভুয়া তথ্য ছাড়ানো হয়, তার রাজনৈতিক উদ্দেশ্য থাকে। অনেক দল বা ব্যক্তি প্রতিপক্ষকে ঘায়েল করতে এ ধরনের পোস্ট পরিকল্পিতভাবে ছড়ায়।
বেসরকারি সংস্থা ব্লাস্টের উপ-পরিচালক তাপসী রাবেয়া বলেন, গ্রামে কম শিক্ষিত লোকজনই নয়, শহরের উচ্চশিক্ষিত অনেকেই অনলাইনে যৌন হয়রানির শিকার হচ্ছেন। ভুক্তভোগীদের ১৫-২৫ শতাংশের বেশিরভাগই আইনের আশ্রয় নিতে চায় না। কারণ, তারা নিজেদের অসচেতনতার কারণে এসব অপরাধের শিকার হন।
সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক জাতীয় কমিটির সদস্যসচিব মুশফিকুর রহমান বলেন, প্রযুক্তি ব্যবহারে আমাদের জ্ঞান অনেক কম। আমাদের নিজেদের প্রযুক্তি উদ্ভাবনের কথা মাথায় রাখতে হবে। নিজেদের প্রযুক্তি ব্যবহার করে আমাদের এগিয়ে যেতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে ফটোকার্ড তৈরির মাধ্যমে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এসব বিষয় যাচাই ছাড়া শেয়ার করা উচিত নয়।
সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক জাতীয় কমিটির সদস্যসচিব মো. মুশফিকুর রহমান লিখিত বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ডিপফেক ও এআইয়ের অপব্যবহার সমাজের ক্ষতি করে। এটা রাষ্ট্রীয় অস্থিরতাও তৈরি করতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সংসদ নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে ভুয়া রাজনৈতিক প্রোপাগান্ডা বাড়ছে
- আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৮:০৩:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৮:০৩:৫০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ