ঢাকা , শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‌্যাবের ২৮১ টহলদল মোতায়েন আজ বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু ত্রিমুখি সংকটে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় পূজার কেনাকাটা ঘিরে সরগরম রাজধানীর বিপণিবিতান নগরে শরৎ উৎসব ‘সবার বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী নিয়ে টিআইবির বিবৃতি ভুল: প্রেস সচিব আলোচনা সভায় আনু মুহাম্মদ নদী দখলে জাতীয় ঐক্য রয়েছে উদ্ধারে নেই পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন ঢাবি ছাত্রীকে ধর্ষণের ভিডিও সত্যি নয়-পুলিশ জুলাই অভ্যুত্থানের ৬৫টি হত্যাসহ ১১৩ মামলার তদন্ত করছে সিআইডি বাজারে সব পণ্যের দাম চড়া নিত্যপণ্য নিয়ে বিপাকে ক্রেতা শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে জামায়াত আমিরের শুভেচ্ছা নেতানিয়াহুর বক্তব্য শুরুর সাথে সাথে খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২১৯ জন পর্যটন শিল্পের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে-প্রধান উপদেষ্টা ঐক্যবদ্ধ নির্বাচনই রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক হবে: ত্রাণ উপদেষ্টা ঠিকাদার-প্রকৌশলীদের গাফিলতি ‘সিংক হোল’ আতঙ্কে নগরবাসী পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে জামায়াতের বিক্ষোভ দুবাইয়ে হত্যার শিকার সবুজের মরদেহ এক মাস পর দেশে এলো বাসাবোতে ককটেলসহ গ্রেফতার ২

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‌্যাবের ২৮১ টহলদল মোতায়েন

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০২:৩২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০২:৩২:১৫ অপরাহ্ন
দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‌্যাবের ২৮১ টহলদল মোতায়েন
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজায় সব ধরনের ঝুঁকি বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাজধানীতে ৯৪টি টহলসহ সারাদেশে ২৮১টি টহল দল মোতায়েন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীটি। গতকাল শুক্রবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে র‌্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গাপূজার প্রধান বৈশিষ্ট্য। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছে র‌্যাব। এতে আরও বলা হয়, দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে সারাদেশে সর্বমোট ৩১ হাজার ৫২৬টি পূজামণ্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্সেস দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নসমূহের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৫ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজাকে কেন্দ্র যে কোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ৯৪টি টহলসহ সারাদেশে ২৮১টি টহল দল মোতায়েন রয়েছে। এ ছাড়া ব্যাটলিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। র‌্যাব সদর দফতর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোনো তথ্য পেলে সে সম্পর্কে র‌্যাব ফোর্সেসকে অবহিত করুন। এ ছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য র‌্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসারের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।  এতে আরও বলা হয়, আগের বছরগুলোর মতো এ বছরও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে এবং সবাই উৎসব মুখরভাবে পূজা উদযাপন করবে। র‌্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স