ঢাকা , শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে জামায়াতের বিক্ষোভ দুবাইয়ে হত্যার শিকার সবুজের মরদেহ এক মাস পর দেশে এলো বাসাবোতে ককটেলসহ গ্রেফতার ২ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু মাদারীপুরে নারীকে গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা গ্রেফতার ছাত্রলীগ নেতা কারাগারে টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ মৃত্যু বেড়ে ৩ মাগুরায় টিসিবির ৭৮ টন চাল উদ্ধার তিন জেলায় সড়কে ঝরল ৯ প্রাণ জোর করে চুল কেটে দেয়া বৃদ্ধের পরিচয় মিলেছে আওয়ামীপন্থি আইনজীবী রফিকুল কারাগারে আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন- সারজিস বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগোতেই হবে- শিক্ষা উপদেষ্টা আশ্রয়প্রার্থী বাংলাদেশিদের ফিরে আসা বাড়বে সম্পদ পাচার রোধে আন্তর্জাতিক বিধি-বিধান প্রণয়নের প্রস্তাব আদালতে সাবেক এমপি মুক্তির ‘জয় বাংলা’ স্লোগান বাংলাদেশে চিকুনগুনিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সতর্কতা মেডিকেল টেকনোলজিস্ট বদলি বাণিজ্য নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন প্রতিমা ভাঙচুরের অনেকগুলো ঘটনাই ঘটছে তুচ্ছ কারণে-আইজিপি

পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে জামায়াতের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০১:০৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০১:০৪:০৩ পূর্বাহ্ন
পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে জামায়াতের বিক্ষোভ

আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নে সারা দেশব্যপী জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। গতকাল শুক্রবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সদরে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
দৈনিক জনতা প্রতিনিধিদের পাঠানো খবর্রÑ
নরসিংদী প্রতিনিধি : পিআর পদ্ধতিতে নির্বাচন ও ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে নরসিংদী শহরের শিক্ষা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার আয়োজনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা আমীর অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দিন এর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও নরসিংদী ২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন,  নরসিংদী সদর আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া, জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, শহর জামায়াতের আমীর আজিজুর রহমান, সদর জামায়াতের আমীর মাহফুজুর রহমান ভূইয়া ও প্রচার সেক্রেটারি আমীর হোসেন।
জেলা সেক্রেটারি আমজাদ হোসেন বলেন, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ৫ দফা দাবি না মানা পর্যন্ত কোন নির্বাচন জনগণ মেনে নিবে না। ৫ দফা দাবি পূরণ হলে এদেশের জনগণ নির্বাচনের দিকে আগাবে। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বেলা ১১টায় সিরাজদিখান গোয়ালবাড়ি মোড়, (ইউএনও পার্ক) সিরাজদিখান ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড় বাস স্ট্যান্ড মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। ব্যানার, প্ল্যাকার্ড ও সেøাগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী ।
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা গণদাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারিয়া উপজেলা শাখা।
শুক্রবার সকাল ১০টায়  ভান্ডারিয়া পৌর শহরের মডেল মসজিদ  চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা আমির হোসেন এর সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মোফাজ্জেল হোসেন প্রমুখ। 
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :  ৫ দফা গণদাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের আয়োজনে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এর আগে জামে মসজিদ প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল কাইয়ুম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়সারী ও জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খালেক ফারুকী সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি দেন।
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও খুনীদের দৃশ্যমান বিচার-সহ ৫ দফা দাবীতে গণ সমাবেশ ও মিছিল করেছেন ইসলামী আন্দোলন। সকাল সাড়ে ৯টায় দশমিনা নলখোলা বাসস্ট্যান্ডে ইসলামি আন্দোলন দশমিনা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন রুহানির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-ইসলামি আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি আলহাজ মাওলানা নেছার উদ্দিন নোমান।
প্রধান বক্তা ছিলেন-পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক।
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি : প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যা দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং পিআর প্রদ্ধতিতে জাতীয় নির্বাচন ও পাঁচ দফা দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক উপজেলার পাট বাজার হতে বিক্ষোভ সমাবেশটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এসে আলোচনা সমাবেশের মধ্যদিয়ে শেষ হয় ।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি হাদিউল ইসলাম।
এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর) : ৫ দফা দাবি আদায়ের লক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪ টায় নবাবগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগো উপজেলা একাত্তর চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বোর হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি পাইলট হাইস্কুলের সামনে সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নজরুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও দিনাজপুর ৬ সংসদীয় আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম। সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম, সহকারী সেক্রেটারি জাকির হোসেন, কর্ম পরিষদ সদস্য আব্দুর রহিম, যুব বিভাগের সভাপতি সেলিম রেজা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স