ঢাকা , শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে জামায়াতের বিক্ষোভ দুবাইয়ে হত্যার শিকার সবুজের মরদেহ এক মাস পর দেশে এলো বাসাবোতে ককটেলসহ গ্রেফতার ২ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু মাদারীপুরে নারীকে গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা গ্রেফতার ছাত্রলীগ নেতা কারাগারে টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ মৃত্যু বেড়ে ৩ মাগুরায় টিসিবির ৭৮ টন চাল উদ্ধার তিন জেলায় সড়কে ঝরল ৯ প্রাণ জোর করে চুল কেটে দেয়া বৃদ্ধের পরিচয় মিলেছে আওয়ামীপন্থি আইনজীবী রফিকুল কারাগারে আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন- সারজিস বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগোতেই হবে- শিক্ষা উপদেষ্টা আশ্রয়প্রার্থী বাংলাদেশিদের ফিরে আসা বাড়বে সম্পদ পাচার রোধে আন্তর্জাতিক বিধি-বিধান প্রণয়নের প্রস্তাব আদালতে সাবেক এমপি মুক্তির ‘জয় বাংলা’ স্লোগান বাংলাদেশে চিকুনগুনিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সতর্কতা মেডিকেল টেকনোলজিস্ট বদলি বাণিজ্য নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন প্রতিমা ভাঙচুরের অনেকগুলো ঘটনাই ঘটছে তুচ্ছ কারণে-আইজিপি

দুবাইয়ে হত্যার শিকার সবুজের মরদেহ এক মাস পর দেশে এলো

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০১:০১:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০১:০১:৪১ পূর্বাহ্ন
দুবাইয়ে হত্যার শিকার সবুজের মরদেহ এক মাস পর দেশে এলো
জীবিকার তাগিদে স্বপ্নের সন্ধানে দুবাই পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের মতলব উত্তরের যুবক মো. সবুজ (৩৬)। কিন্তু সেই প্রবাস জীবনেই হত্যার শিকার হয়ে ফিরলেন নিথর দেহ হয়ে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে সবুজের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। প্রবাসে নিহত তরুণকে শেষবারের মতো দেখতে গ্রামের শত শত মানুষ ছুটে আসেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমান কেরামা এলাকায় ওমান প্রবাসীর হাতে হত্যার শিকার হন সবুজ। প্রায় এক মাস কাগজপত্র ও আইনি প্রক্রিয়ার জটিলতায় মরদেহ পড়ে ছিল বিদেশের মাটিতে। সব আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে আসে তার মরদেহ। ঘটনার দিন সবুজ তার ভাড়া বাসায় থাকা এক ওমানি ব্যক্তির কাছে বকেয়া ভাড়া চাইতে গেলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি সবুজের মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সবুজের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর ভাষ্য, সবুজ ছিলেন প্রাণবন্ত ও পরিশ্রমী তরুণ। সবুজের মা পারুল বেগম বলেন, আমার ছেলেটা কষ্ট করে সংসার চালাতে বিদেশে গিয়েছিল। জানতাম একদিন স্বপ্ন পূরণ করে ফিরবে, কিন্তু আজ সে লাশ হয়ে ফিরলো। আমি এখন কার দিকে তাকাবো? নিহতের স্ত্রী রীমা বলেন, আমার ১০ বছরের ছেলে বাইজিদ তার বাবার জন্য কাঁদছে। সে এখন বাবাহারা হয়ে গেলো। আমাদের জীবনে অন্ধকার নেমে এলো।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স