গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের ধীরাশ্রম ও জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টা ও রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে নুর ইসলাম নামে একজনের নাম-পরিচয় জানা গেছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. নাদির-উজ-জামান জানান, রাত ১১টার দিকে ধীরাশ্রম এলাকায় ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর (৪৫) ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরদিকে বিকেল পৌনে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকার উত্তর পাশে রেললাইনে টিকটক ভিডিও ধারণের সময় ট্রেনের ধাক্কায় নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সলপ এলাকার শামসুল হকের ছেলে। পুলিশ জানায়, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেললাইনে মোবাইল দিয়ে টিকটক ভিডিও করতেছিলেন নুর ইসলাম। এ সময় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তার ডান হাত থেতলে যায় এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
