ঢাকা , শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে জামায়াতের বিক্ষোভ দুবাইয়ে হত্যার শিকার সবুজের মরদেহ এক মাস পর দেশে এলো বাসাবোতে ককটেলসহ গ্রেফতার ২ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু মাদারীপুরে নারীকে গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা গ্রেফতার ছাত্রলীগ নেতা কারাগারে টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ মৃত্যু বেড়ে ৩ মাগুরায় টিসিবির ৭৮ টন চাল উদ্ধার তিন জেলায় সড়কে ঝরল ৯ প্রাণ জোর করে চুল কেটে দেয়া বৃদ্ধের পরিচয় মিলেছে আওয়ামীপন্থি আইনজীবী রফিকুল কারাগারে আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন- সারজিস বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগোতেই হবে- শিক্ষা উপদেষ্টা আশ্রয়প্রার্থী বাংলাদেশিদের ফিরে আসা বাড়বে সম্পদ পাচার রোধে আন্তর্জাতিক বিধি-বিধান প্রণয়নের প্রস্তাব আদালতে সাবেক এমপি মুক্তির ‘জয় বাংলা’ স্লোগান বাংলাদেশে চিকুনগুনিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সতর্কতা মেডিকেল টেকনোলজিস্ট বদলি বাণিজ্য নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন প্রতিমা ভাঙচুরের অনেকগুলো ঘটনাই ঘটছে তুচ্ছ কারণে-আইজিপি

মাদারীপুরে নারীকে গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা গ্রেফতার

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১২:৫৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১২:৫৮:৪২ পূর্বাহ্ন
মাদারীপুরে নারীকে গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা গ্রেফতার
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় রানু বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা রাসেল মাহমুদ সবুজকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচ্চর চরকান্দি এলাকা থেকে মাদারীপুর র‌্যাব-৮ তাকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার ভোরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার রাসেল ঢাকার শেওড়াপাড়া এলাকার মৃত কাজী কেরামত আলীর ছেলে। তিনি নিহত রানু বেগমের ঘরের একটি কক্ষে ভাড়া থাকতেন। র‌্যাব জানায়, প্রায় নয় মাস আগে রানু বেগমের বাড়িতে ভাড়া ওঠেন রাসেল। ভাড়াটিয়া হিসেবে থাকার সময় একবার ওই বাড়িতে চুরির ঘটনা ঘটলে রানু বেগম তাকে সন্দেহ করতে শুরু করেন। এছাড়া চার মাস ভাড়া থাকার পর বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এ নিয়ে রাসেল মাহমুদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। এ ক্ষোভ থেকেই গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে নিহতের ঘরের রান্নাঘরে গিয়ে অবস্থান নেয় রাসেল। পরে সুযোগ বুঝে ভোরে রানু বেগমের শোবার ঘরে ঢুকে ধারালো কাঁচি দিয়ে হাতে ও গলায় আঘাত করে তাকে হত্যা করে। পরে ঘর থেকে দুটি মোবাইলফোন, কানের দুল, রাইস কুকার, কাপড়-চোপড় ও কিছু নগদ টাকা লুট করে পালিয়ে যান। জিজ্ঞাসাবাদে রাসেল হত্যার দায় স্বীকার করেছেন এবং জানান, লুট করা কানের দুল ও একটি মোবাইলফোন ইতোমধ্যে বিক্রি করে দিয়েছেন। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর দুপুরে কাঁচিকাটা এলাকার নিজ ঘর থেকে রানু বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নারী ওই এলাকার মৃত সাদেক হাওলাদারের স্ত্রী। তিনি ঘরে একা থাকতেন, তার এক ছেলে চাকরিসূত্রে পরিবারসহ ঢাকায় থাকেন। ঘটনার দিন সকালে মায়ের সঙ্গে যোগাযোগ না পেয়ে ছেলে প্রতিবেশীদের জানান। পরে তারা গিয়ে বাইরে থেকে ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পান এবং জানালা দিয়ে ভেতরে রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রানু বেগমের ছেলে খোকন হাওলাদার বাদী হয়ে শিবচর থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, মামলার পরই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন আমরা উদ্ধার করি। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। জিজ্ঞাসাবাদে জানা যায়, তীব্র ক্ষোভ থেকেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য