গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় মো. আলামিন বাবু (২২) নামে আরও একজন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার তার মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় তিন জনের মৃত্যু হলো। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। আলামিনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি পেশায় লাক্সমি হার্ডওয়ার দোকান কর্মচারি ছিলেন। মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা সুপার মার্কেটসংলগ্ন একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এক পর্যায়ে রাসায়নিকের ড্রাম বিস্ফোরিত হয়ে চার জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিট ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওই দিনই ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা যান। ২৩ সেপ্টেম্বর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিসের আরেক সদস্য নুরুল হুদা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ মৃত্যু বেড়ে ৩
- আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১২:৫৫:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১২:৫৫:০৪ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ