রাজধানীর গুলিস্তান এলাকায় মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাংলাদেশ আওয়ামী আইনজীবী সমিতি ঢাকার সদস্য রফিকুল আলম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ আদেশ দেন। গতকাল শুক্রবার রফিকুল আলম চৌধুরীকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মো. মাকসুদুর হাসান। জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী বিধূর কৃষ্ণ দাস। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে থেকে রফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার সূত্রে জানা গেছে, বুধবার গুলিস্তানের শহীদ মতিউর পার্কের উত্তর পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২০০ থেকে ২৫০ নেতাকর্মী মিছিল করে। তারা আইনশৃঙ্খলা বিনষ্ট ও বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্য রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় পরের দিন পল্টন মডেল থানার এসআই মোহাম্মদ আবু ইউসুফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

গুলিস্তানে মিছিল
আওয়ামীপন্থি আইনজীবী রফিকুল কারাগারে
- আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১২:৫০:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১২:৫৭:৩৪ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ