ঢাকা , শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সম্পদ পাচার রোধে আন্তর্জাতিক বিধি-বিধান প্রণয়নের প্রস্তাব আদালতে সাবেক এমপি মুক্তির ‘জয় বাংলা’ স্লোগান বাংলাদেশে চিকুনগুনিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সতর্কতা মেডিকেল টেকনোলজিস্ট বদলি বাণিজ্য নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন প্রতিমা ভাঙচুরের অনেকগুলো ঘটনাই ঘটছে তুচ্ছ কারণে-আইজিপি যে কোনো বিষয়ে প্রতিবেশীর হস্তক্ষেপ দেশের জন্য চ্যালেঞ্জ -জামায়াত আমির ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত অভিযোগ রিজভীর যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে আখতারের মামলা ভুয়া তথ্য প্রচার প্রতিরোধে জাতিসংঘের প্রতি আহ্বান বাংলাদেশের প্রধান বিচারপতিসহ ইউএনডিপির প্রতিনিধিদলের বরিশাল জেলা আদালত পরিদর্শন ফেব্রুয়ারিতেই ভোট কেউ ফাউল করতে নামবেন না : সিইসি অক্টোবরেই একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি কে জে এফ ডি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে কাঁদলেন হাদী পোরশায় শিক্ষকদের সাথে ব্যুরো বাংলাদেশ এনজিওর মতবিনিময় পোরশায় ৩৫০ টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা আমতলীতে জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব হুমায়ুন কবির শাহিনকে ফুলেল শুভেচ্ছা মা ইলিশ সংরক্ষণে আমতলীতে সচেতনতা সভা অনুষ্ঠিত মার্কিন কোম্পানিকে বিনিয়োগের আহ্বান দেশে জঙ্গিবাদ নেই-এটিইউ প্রধান

ভুয়া তথ্য প্রচার প্রতিরোধে জাতিসংঘের প্রতি আহ্বান বাংলাদেশের

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৭:৩৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৭:৩৮:০০ অপরাহ্ন
ভুয়া তথ্য প্রচার প্রতিরোধে জাতিসংঘের প্রতি আহ্বান বাংলাদেশের
রাষ্ট্র সীমান্ত অতিক্রমী ভুয়া তথ্য প্রচার প্রতিরোধে সদস্য সব দেশকে গঠনমূলক ভূমিকা পালনের পাশাপাশি প্রযুক্তি কোম্পানি ও সরকারের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এছাড়া তিনি সদস্য রাষ্ট্রগুলোকে এআই-নির্মিত ভুয়া তথ্যের বিরুদ্ধে জনগণকে শিক্ষিত করার অভিজ্ঞতা শেয়ার করারও পরামর্শ দেন। গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের উন্মুক্ত বিতর্কে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা’ শীর্ষক বিষয়ে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। তিনি জানান, বক্তৃতায় বিশেষ দূত লুৎফে সিদ্দিকী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুফল ও ঝুঁকির ওপর গুরুত্বারোপ করে বলেন, এআই সংঘাত প্রতিরোধ, শান্তিরক্ষা, সংঘাত-পরবর্তী পুনরুদ্ধার, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং আরও সঠিক মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সময়ে এআইয়ের অপব্যবহার যেমন- দায়িত্বহীন স্বয়ংক্রিয় অস্ত্র, ভুয়া তথ্য প্রচার, ডিপফেক ভিডিও এবং অ্যালগরিদমিক পক্ষপাত জাতীয় ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করতে পারে। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ, যেখানে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য। উচ্চ জনঘনত্বের কারণে অনলাইন ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে বাস্তব জগতে গুরুতর প্রভাব পড়তে পারে। বিশেষত যখন এই ভুয়া তথ্য দেশের বাইরে থেকে পরিচালিত হয়, তখন নীতি প্রণয়নের চ্যালেঞ্জ আরও বড় হয়। এজন্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমী সহযোগিতা অপরিহার্য। তিনি মানবিক তদারকি ও জবাবদিহির গুরুত্ব পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক আইনের প্রতি রাষ্ট্রগুলোর সম্মান নিশ্চিত করার আহ্বান জানান। শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ এআই ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবিক তদারকিকে উৎসাহিত করতে আহ্বান জানান। বক্তৃতার শেষদিকে তিনি আরও বলেন, এসব উদ্যোগ শুধু শান্তি ও নিরাপত্তার জন্য নয়, বরং এআইয়ের সুফল যেন সর্বজনের জন্য সমানভাবে পৌঁছায় এবং এর ঝুঁকি সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত না করে তা নিশ্চিত করার জন্যও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এসব উদ্যোগে সক্রিয়ভাবে অবদান রাখতে প্রস্তুত বলে জানান তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ