প্রথমবারের মতো অষ্টম শ্রেণী থেকে উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত সন্তানদের জন্য প্রবর্তিত ‘কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ-২০২৫’
দিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা (কেজেএফডি)। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি তার মায়েরা স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন। তার কান্নার সঙ্গে উপস্থিত অনেকের চোখে জ্বল দেখা যায়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ-২০২৫’ দেওয়া হয়।
সংগঠনের ১২০ সদস্যের মধ্য থেকে বাছাইকৃত ২০ জনকে (প্রতি পরিবার থেকে একজন) এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাসির উদ-দৌলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাদী লুৎফুল এণ্ড কোং-এর প্রোপাইটার ও সিইও এম বি এম লুৎফুল হাদী।
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদের সভাপতিতেত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ। আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সভাপতি আজিজুল হক এরশাদ, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সম্পাদক শফিউল আলম দোলন, নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, কেজেএফডির সহসভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম শাহাজাহান, জনকল্যাণ সম্পাদক গোলাম রসুল ভূইয়া ও সমাজসেবক শাহরিয়ার শামীম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেজেএফডির সিনিয়র সহ-সভাপতি হামিদ মোহাম্মদ জসিম।
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ তাদের বক্তব্যে বলেছেন, এ উদ্যোগ ছাড়াও ভবিষ্যততে কল্যাণমুখী অন্যাস্য উদ্যোগ আগামীতে ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে। তারা আশা প্রকাশ করেন, এ শিক্ষাবৃত্তি সন্তানদের শিক্ষার প্রতি অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে সমাজ ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কে জে এফ ডি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে কাঁদলেন হাদী
- আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৪:৪৪:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৪:৪৪:৩৬ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ