রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বাসায় ঢুকে নূরাইন (২৫) নামে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার পর ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের ডি-ব্লকের ৫৬২ নম্বর বাসায় এ হামলার ঘটনা ঘটে। পরে নূরাইনকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতের স্ত্রী রোকসানা বলেন, রাত ১২টার দিকে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের কয়েক সদস্য বাসায় ঢুকে ঘুমন্ত নূরাইনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, নূরাইনকে একাধিকবার রক্ত দেওয়া হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, জেনেভা ক্যাম্প থেকে ধারালো অস্ত্রের আঘাতে আহত এক যুবককে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী রফিক বলেন, রাতে ক্যাম্পে দুই গ্রুপের মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোন গ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তি সুস্থ হলে অভিযোগ নিয়ে আমরা বিষয়টি তদন্ত করবো।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

জেনেভা ক্যাম্পে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
- আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৪:৩১:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৪:৩১:০৫ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ