ঢাকা , শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফিফার ভাবনায় ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল ফারহান-রউফের অঙ্গভঙ্গিতে ক্ষুব্ধ ভারত, আইসিসিতে অভিযোগ আলভারেজের হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয়ে ফিরল অ্যাতলেতিকো দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে বার্সেলোনার তরুণ তারকা গাভি মেসির জোড়া গোল, নিউইয়র্ককে উড়িয়ে প্লে-অফে ইন্টার মায়ামি লা লিগার প্রথম এল ক্লাসিকোর তারিখ চূড়ান্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ‌রিদপু‌রে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময় সভা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে আপত্তি মানববন্ধনে শিক্ষকরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষা সৈনিক আহমদ রফিক ৪৫ দশমিক ৬ শতাংশ ভোট পাবে বিএনপি, জামায়াত ৩৩ দশমিক ৫ শতাংশ : জরিপ সারাদেশে দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা বড় হচ্ছে ফায়ার ফাইটারদের মৃত্যুর মিছিল রাজনৈতিক-আমলাতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন না হলে স্বাধীন দুদক সম্ভব নয় আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা -প্রেস সচিব প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন নভেম্বরে আ’লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল-ব্যানারসহ গ্রেফতার ২৪৪ বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ নির্বাচন, গণতন্ত্র ও এশিয়ায় তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা আলোচনায় দুর্গাপূজায় সার্বিক বিষয় নিবিড় পরিবীক্ষণ করবে ৩ মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর

দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে বার্সেলোনার তরুণ তারকা গাভি

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৯:০১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৯:০১:০৫ অপরাহ্ন
দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে বার্সেলোনার তরুণ তারকা গাভি
বার্সেলোনার মাঝমাঠের অন্যতম ভরসা পাবলো গাভি আবারও বড় চোটে পড়েছেন। হাঁটুর গুরুতর সমস্যার কারণে অন্তত চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে এই স্প্যানিশ মিডফিল্ডারকে। খবরটি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, প্রাথমিকভাবে তাঁর চোটকে তেমন গুরুতর মনে না হলেও অস্ত্রোপচারের পর বোঝা গেছে সমস্যা প্রত্যাশার চেয়েও গভীর।
লা লিগার নতুন মৌসুমে মাত্র দুটি ম্যাচ খেলেই আগস্টে অনুশীলনের সময় হাঁটুতে চোট পান গাভি। শুরুতে ধারণা করা হয়েছিল ছোটখাটো অস্ত্রোপচারের পর কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফিরবেন তিনি। কিন্তু আথ্রোস্কোপিক সার্জারিতে দেখা যায় তাঁর হাঁটুর মেনিসকাস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। ফলে এখন তাঁকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
বার্সেলোনার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাভির হাঁটুর মেনিসকাস সেলাই করা হয়েছে এবং পুনরুদ্ধারে চার থেকে পাঁচ মাস সময় লাগতে পারে। এর অর্থ মৌসুমের শেষ ভাগের আগে তাকে পাওয়া যাবে না। এর মধ্যেই দলের আরেক মিডফিল্ডার ফারমিন লোপেজও পেশির চোটে অন্তত তিন সপ্তাহ বাইরে, আর লামিনে ইয়ামালও ইনজুরির কারণে খেলতে পারছেন না। ফলে কোচ হান্সি ফ্লিকের সামনে চ্যালেঞ্জ আরও বেড়েছে।
গাভির জন্য এটি নতুন নয়। এর আগেও একই ডান হাঁটুর এনাটেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে টানা ১১ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। গত মৌসুমে ফিরেই লা লিগায় ২৬ ম্যাচ খেলেছিলেন এবং বার্সেলোনার শিরোপা ধরে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এবার আবারও দীর্ঘ সময়ের জন্য তাঁর ছিটকে যাওয়া কাতালান ক্লাবটির পরিকল্পনায় বড় ধাক্কা।
চোটের প্রভাব শুধু বার্সেলোনার জন্য নয়, স্পেন জাতীয় দলের জন্যও সমান উদ্বেগের। সেপ্টেম্বরে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেলেও ইনজুরির কারণে যোগ দিতে পারেননি তিনি। অক্টোবরের জর্জিয়া ও বুলগেরিয়ার ম্যাচেও খেলা হবে না তাঁর। সামনে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির সময় গাভির অনুপস্থিতি স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ