ঢাকা , মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বৈধ পথে বিদেশ গমন ও মানব পাচার রোধে ফরিদপুরে আইএমও'র সংবাদ সম্মেলন জেল-জুলুম সহ্য করা নেতাকর্মীদের মনে রাখবে দল - ফরিদপুরে শামা ওবায়েদ গণভোট ও সনদ আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে -মির্জা ফখরুল নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই-আইন উপদেষ্টা ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর অর্ধেকের বেশি তরুণ শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি ক্লাসের বাইরে ১ কোটি শিক্ষার্থী মাঝারি ক্ষুধার দেশেও খাদ্যের অপচয় মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেড দেওয়াসহ ১১ দফা দাবি এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা সেনাবাহিনীর সদস্য সরিয়ে নেওয়ার খবর গুজব, আগের মতোই মাঠে থাকছেন তারা : স্বরাষ্ট্র উপদেষ্টা স্যোশাল মিডিয়া নিয়ন্ত্রণ রাখা বড় চ্যালেঞ্জ দারোয়ান থেকে শত কোটি টাকার মালিক মনিরুজ্জামান ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ, ৬৭ জনের বিরুদ্ধে মামলা সিএমপির দুই থানার ওসি রদবদল ডিএনসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক ৩৪ টাকায় ধান, ৫০ টাকা কেজি দরে সেদ্ধ চাল কিনবে সরকার পাঁচ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সেনা কর্মকর্তাদের হয়ে আর লড়ছেন না ব্যারিস্টার সরওয়ার

ট্রেনিং কার্যক্রমে ড্রাইভিং স্কুলগুলোকে সম্পৃক্ত করার দাবি

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০১:৩০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০১:৩০:২৬ পূর্বাহ্ন
ট্রেনিং কার্যক্রমে ড্রাইভিং স্কুলগুলোকে সম্পৃক্ত করার দাবি
সড়ক দুর্ঘটনা কমাতে ড্রাইভিং লাইসেন্স ইস্যুর আগে চালকদের জন্য ৬০ ঘণ্টার ইনক্লুসিভ ট্রেনিং কার্যক্রমে বিআরটিএ নিবন্ধিত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলোকে সম্পৃক্ত করার দাবি জানিয়েছে ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল মালিক সমিতি। গতকাল বুধবার এ দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে স্মারকলিপি প্রদান করেছে সমিতির আহ্বায়ক মো. মোজাম্মেল হক চৌধুরী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সারা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা বিআরটিএ নিবন্ধিত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলো আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপন ও মোটরযান চালকদের উন্নত প্রশিক্ষণ প্রদানের উদ্যোগে সহযোগিতা করতে প্রস্তুত। এ কার্যক্রমে সরকারি উদ্যোগের পাশাপাশি তারা শক্তিশালী অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী।
বর্তমানে দেশে বিআরটিএ লাইসেন্সধারী প্রশিক্ষক দ্বারা পরিচালিত ১৫০টি নিবন্ধিত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল রয়েছে। এর মধ্যে ১৩৫টি বেসরকারি মালিকানাধীন স্কুল দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে। কোনো সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই তারা দক্ষ চালক তৈরিতে অবদান রেখে আসছে। এসব স্কুলে ৩০০ জন প্রশিক্ষক কর্মরত আছেন এবং অনেক প্রতিষ্ঠানের কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। সমিতির দাবি, বিদ্যমান অবকাঠামো কাজে লাগালে সরকারের রাজস্ব সাশ্রয় হবে এবং প্রতিবছর কমপক্ষে ১০ হাজার মানসম্মত নিরাপদ চালক তৈরি করা সম্ভব হবে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি ব্র্যাক ও বিআরটিসিকে প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়টি আলোচনায় এসেছে। অথচ ব্র্যাকের মাত্র ৩টি নিবন্ধিত স্কুল রয়েছে ঢাকা ও চট্টগ্রামে, আর বিআরটিসির রয়েছে ১০-১২টি স্কুল, যা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলছে। ব্র্যাক বিদেশি অনুদানে পরিচালিত হলেও সর্বনিম্ন ২০ হাজার টাকা ফি নেয়, ফলে সাধারণ চালকেরা সেখানে প্রশিক্ষণ নিতে সক্ষম নয়। এ প্রেক্ষাপটে সমিতি দাবি জানায়, দেশের ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা হ্রাসে বিআরটিএ’র উদ্যোগে চালকদের জন্য বাধ্যতামূলক ৬০ ঘণ্টার ইনক্লুসিভ প্রশিক্ষণ প্রদানের কার্যক্রমে নিবন্ধিত ১৩৫টি ড্রাইভিং স্কুলকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স