ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

কৃষ্ণার চিকিৎসায় যে নির্দেশ দিলেন সালাহউদ্দিন

  • আপলোড সময় : ০২-০৬-২০২৪ ০৭:৫৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৪ ০৭:৫৬:০২ অপরাহ্ন
কৃষ্ণার চিকিৎসায় যে নির্দেশ দিলেন সালাহউদ্দিন কৃষ্ণার চিকিৎসায় যে নির্দেশ দিলেন সালাহউদ্দিন

স্পোর্টস ডেস্ক
সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় কৃষ্ণা রানী সরকারের চিকিৎসার জন্য বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন নতুন করে নির্দেশ দিয়েছেনগতকাল তিনি বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে কথা বলেছেনবিষয়টি নিয়ে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গেও কথা বলেছেনআলোচনা হয়েছে কৃষ্ণার চিকিৎসারবাফুফের সাধারণ সম্পাদক তুষার জানিয়েছেন, আমরা দেড় বছর ধরে কৃষ্ণার চিকিৎসা করে আসছিএখনো যা করার প্রয়োজন সেটাই করববাফুফে সভাপতিও কৃষ্ণার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেছেনতুষার বলেন, ‘কৃষ্ণা কোন ডাক্তারের কাছে চিকিৎসা করাতে চান সেটি নির্ধারণ করলে সেখানেই পাঠানো হবেবাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন জাতীয় দলের দুই ফুটবলার শেখ মোরসালিন এবং হৃদয়ের ইনজুরি নিয়ে আলোচনা করে বলছিলেন, ওরা কোথায় দেখিয়েছিলএত দ্রুত সেরে উঠলদরকার হয় সেই ডাক্তারের পরামর্শ নিকএই আলোচনার মধ্যে একজন বলছিলেন, শেখ মোরসালিন ভারতের ডাক্তার দেখিয়েছেনসালাহউদ্দিন বললেন, ‘তাহলে তাকেও দেখানো যেতে পারেইমরান হোসেন বললেন, ‘আমরা কৃষ্ণাকে বলেছি যা যা করা দরকার আমরা করবএখানে হতাশ হওয়ার কিছু নেইফুটবলারদের ইনজুরি নিয়ে ইমরান বলেন, ‘ফুটবল ক্যাম্পে অখ্যাত খেলোয়াড় রয়েছেনতার পায়ের চিকিৎসার জন্য প্রায় চার লাখ টাকা খরচ করেছে বাফুফেআর কৃষ্ণার জন্য আমরা টাকা খরচ করব না-এটা কি আমরা বলেছিকৃষ্ণা দেশকে দিয়েছেআমরা কেন অবহেলা করবআমরা ভারতে পাঠাতে কৃষ্ণার সঙ্গে কথা বলেছিলামসেও যাবে বলে জানিয়েছিলকিন্তু পরে পিছিয়ে যায়কৃষ্ণা মনে করে বারবার ডাক্তারের কাছে যাওয়ার চেয়ে আমার সমস্যা কে ভালো বুঝবেন, সেই ডাক্তারের কাছে যাওয়া ভালো মনে করে ভারতের ভিসা প্রক্রিয়া থেকে সরে আসেনকৃষ্ণার পায়ের পাতায় সমস্যা ছিলনার্ভের কারণে তার পায়ের একটা আঙুল শুকিয়ে যাচ্ছিলএ কারণে মাঠের বাইরে ছিলেন কৃষ্ণাডাক্তার তাকে বিশ্রামে থাকতে বলে ছিলেনএ ধরনের সমস্যা খুব সাধারণভাবে দেখা যায় নাফুটবলারদের মধ্যে কৃষ্ণার মতো ইনজুরি খুব একটা নেইতাই কৃষ্ণা নিশ্চিত না হয়ে, দক্ষ চিকিৎসক ছাড়া কাউকে দেখাতে চান না বলেই ভারতীয় ভিসা প্রক্রিয়া থেকে সরে গিয়েছিলেনএকেকবার একেক ডাক্তারের চিকিৎসা গ্রহণ করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা করেন কৃষ্ণাদেশি ডাক্তাররা বলেছেন, কৃষ্ণা ৭০ মিনিট খেলতে পারবেএরইমধ্যে কৃষ্ণা লিগের ম্যাচ খেলেছেব্যথা অনুভব করছেএই অবস্থায় কৃষ্ণা পুরোপুরি সুস্থ বোধ না করলেও সেবা নিয়ে নিয়ে খেলতে পারেনতাদের ইংলিশ কোচ পিটার বাটলার কৃষ্ণাকে পূর্ণ সুস্থ চানআর কৃষ্ণা মনে করেন তিনি যতটুকু সুস্থ আছেন খেলতে পারবেনপিটার তার ফুটবলারদের সঙ্গে কথা বলে জানতে চাননি, কে ফিট, কে আনফিটএকাধিক ফুটবলারের দাবি কোচ খেলোয়াড়দের সঙ্গে কথা না বলে কাউকে কাউকে বাদ দেয়ার তালিকায় রেখে দিচ্ছেনসিনিয়র ফুটবলারদের দাবি চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচে কোন ফুটবলার পুরোপুরি ফিটতাদের কথা হচ্ছে আমরা যদি আনফিট হই সেটা খেলায় ফুটে উঠবেচোখে পড়বেম্যাচ ভিডিওটা দেখে বলুন, তো কারা আনফিট, কারা ফিটআমরা ভাই দেশের জন্য খেলছিবাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বললেন, ‘আমরা কৃষ্ণাকে জানিয়ে দিচ্ছি সে আসুকতার কী প্রয়োজন, কীভাবে উদ্যোগ নিলে ভালো হয়আমরা সবই করবগত শনিবার বিকালে কৃষ্ণার ইস্যুতে আলোচনা হয়ে গেছেকৃষ্ণাও বুঝতে পারছেন বাফুফে চুক্তির আওতায় থাকলে কিছু নিয়ম-কানুন অনুসরণ করতে হয়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য