ঢাকা , শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফিফার ভাবনায় ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল ফারহান-রউফের অঙ্গভঙ্গিতে ক্ষুব্ধ ভারত, আইসিসিতে অভিযোগ আলভারেজের হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয়ে ফিরল অ্যাতলেতিকো দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে বার্সেলোনার তরুণ তারকা গাভি মেসির জোড়া গোল, নিউইয়র্ককে উড়িয়ে প্লে-অফে ইন্টার মায়ামি লা লিগার প্রথম এল ক্লাসিকোর তারিখ চূড়ান্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ‌রিদপু‌রে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময় সভা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে আপত্তি মানববন্ধনে শিক্ষকরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষা সৈনিক আহমদ রফিক ৪৫ দশমিক ৬ শতাংশ ভোট পাবে বিএনপি, জামায়াত ৩৩ দশমিক ৫ শতাংশ : জরিপ সারাদেশে দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা বড় হচ্ছে ফায়ার ফাইটারদের মৃত্যুর মিছিল রাজনৈতিক-আমলাতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন না হলে স্বাধীন দুদক সম্ভব নয় আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা -প্রেস সচিব প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন নভেম্বরে আ’লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল-ব্যানারসহ গ্রেফতার ২৪৪ বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ নির্বাচন, গণতন্ত্র ও এশিয়ায় তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা আলোচনায় দুর্গাপূজায় সার্বিক বিষয় নিবিড় পরিবীক্ষণ করবে ৩ মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর

বিতর্কে জড়ালেন সাই পল্লবী

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৭:১১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৭:৪৪:৩২ অপরাহ্ন
বিতর্কে জড়ালেন সাই পল্লবী
সমুদ্রের নীল ঢেউ পেরিয়ে এবার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে এবার দেখা যাবে ‘রামায়ণ’-এর সীতার ভূমিকায়। কিন্তু চরিত্রে ঢোকার আগেই বিতর্কে জড়ালেন তিনি। ছুটি কাটাতে গিয়ে সমুদ্রের ধারে সাঁতারের পোশাকে তোলা ছবিগুলো শেয়ার করতেই যেন আগুন জ্বলে উঠল সোশ্যাল মিডিয়ায়। অনেকে প্রশংসায় ভাসালেও ,আবার অনেকে তুলেছেন তীব্র সমালোচনার ঝড়, এমনকি গালিগালাজও চলছে নির্দ্বিধায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সাই পল্লবীর বোন পূজা সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো শেয়ার করেছেন। ভাইরাল ছবিতে সাঁতারের পোশাক পরা পল্লবীকে দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কেউ বলেন, ‘তাহলে পর্দার সীতা, সাই পল্লবীও বাস্তব জীবনে বিকিনি পরেন?’ আবার কেউ লিখেছেন, ‘আপনিও প্রমাণ করলেন যে আপনিও অন্যসব নায়িকার মতোই, ঐতিহ্যবাহী পোশাকের কথা ভুলে যান মাঝেমধ্যেই।’ আবার অনেকের প্রশ্ন, ‘যদি সাই পল্লবীও স্লিভলেস এবং ছোট পোশাক পরে সমুদ্রে যেতে পারেন, তাহলে আর কোন নায়িকা ভারতীয় সংস্কৃতি রক্ষা করবেন?’ এদিকে ‘রামায়ণ’-এ তার ভূমিকা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। ট্রলিং বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীর ভক্তরাও তাকে সাপোর্ট করতে এগিয়ে আসেন। ভক্তরা লিখেছেন, ‘এটা পল্লবীর ব্যক্তিগত পছন্দ। ও কী পরবে না পরবে। সীতার ভূমিকায় অভিনয় করছেন বলে কি তবে জলের মধ্যে কি অভিনেত্রী শাড়ি পরে নামবে?’ কারও মতে আবার, ‘কেউ যখন সাঁতার কাটে তখন সাঁতারের পোশাকই তো পরবে। এটা তো যার যার নিজস্ব পছন্দ। অন্যের জীবনে হস্তক্ষেপ করা বন্ধ করুন।’ উল্লেখ্য, নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিতব্য এ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে ‘রামায়ণ’ ছবিতে সীতার ভূমিকায় সাই পল্লবীকে দেখার জন্য মুখিয়ে আছে সকলেই। সম্প্রতি, নির্মাতা ছবিটির প্রথম লুকও শেয়ার করেছেন। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত ভক্তরা। সব ঠিক থাকলে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ৮ নভেম্বর।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ