বলিউডের জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের জীবনের সবচেয়ে আনন্দের খবরটা পেলেন। দু’জনের ঘরে আসছে প্রথম সন্তান। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বার্তায় ক্যাটরিনা ও ভিকি লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি। হৃদয় ভরা আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে আমরা এই সুখবর শেয়ার করছি।’ ভক্তরা ইতিমধ্যেই অভিনন্দন বার্তায় ভরিয়ে দিচ্ছেন তারকাজুটির পোস্টের মন্তব্য ঘর। বিয়ের পর থেকেই ভক্তদের কাছে এ খবর ছিল সবচেয়ে প্রত্যাশিত। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। ক্যাটরিনা ও ভিকি ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বিয়ের পিঁড়িতে বসেন। তারপর থেকে একসঙ্গে নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন তারা। এবার জীবনের সবচেয়ে বড় সুখবর জানিয়ে আরও একবার মন জয় করলেন বলিউডের প্রিয় এই দম্পতি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ভক্তদের সুখবর দিলেন ক্যাটরিনা-ভিকি জুটি
- আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৭:০৯:৫৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৭:০৯:৫৬ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ