ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড যশোরে পৃথক অভিযানে ৩৬টি সোনার বারসহ গ্রেফতার ৩ বিএসএফ মহাপরিচালকে ক্ষমা চাইতে হবে: সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আরও ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে মানববন্ধন শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে আইনি নোটিশ ডিআরইউতে হামলায় প্রতিবাদ ও নিন্দার ঝড় মেহেরপুর জেলা আ’লীগের সদস্যসহ ২ জন রিমান্ডে বিস্ফোরক সংকটে উৎপাদন বন্ধ মধ্যপাড়া পাথর খনিতে জাতীয় পর্যায়ে পালিত হবে লালনের তিরোধান দিবস নঈম নিজামসহ ২ সাংবাদিককে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে সিআইডির মামলা বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট গয়েশ্বর রায়ের দুর্নীতি মামলার রায় পেছালো মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ সরকারের বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের

ফেদেরারের পাশে জোকোভিচ

  • আপলোড সময় : ০২-০৬-২০২৪ ০৭:৫৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৪ ০৭:৫৫:২৪ অপরাহ্ন
ফেদেরারের পাশে জোকোভিচ ফেদেরারের পাশে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
নোভাক জোকোভিচের আবারও অগ্নি পরীক্ষা নিলেন বছর পনের ছোট্ট লোরেঞ্জো মুসেত্তি! কিন্তু ভাগ্য দেবতা এবারও সুপ্রসন্ন ছিল না তাঁর প্রতি! তিন বছর আগে এই রোলাঁ গাঁরোতে চতুর্থ রাউন্ডের লড়াইয়ে সার্বিয়ান তারকার বিপক্ষে প্রথম দুই সেট জিতেও শেষ হাসি হাসতে পারেননি ২২ বছরের এই ইতালিয়ানসেবার চোটের জন্য শেষ সেটটা না খেলে সরে দাঁড়াতে হয়েছিল তাঁকেপ্যারিসের লাল দূর্গে এবারও একপর্যায়ে ২-১ সেটে এগিয়ে গিয়েছিলেন তিনিকিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বিজয়ের হাসি এবারও হেসেছেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচই! ২০১৮ সালের পর এই প্রথম কোনো শিরোপা এমনকি একটি ফাইনাল না খেলেও প্যারিসে এসেছেন জোকোভিচফিটনেসের শঙ্কা উড়িয়ে শুরুও দুর্দান্ত করেছিলেন শীর্ষ বাছাই এই সার্বিয়ানকিন্তু তৃতীয় রাউন্ডে তাঁকে ভড়কেই দিয়েছিলেন মুসেত্তিপনের বছরের মধ্যে সবচেয়ে বাজে ফল নিয়ে বিদায়ের প্রবল শঙ্কায়ও পড়েছিলেন তিনিপ্রথম সেট জিতলেও পরের দুটি হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে ২-১ সেটে পিছিয়ে পড়েনকিন্তু তিনি চ্যাম্পিয়ন, প্রতিকুলতায় কিভাবে ঘুরে দাঁড়াতে তা ভালোভাবে তাঁর জানাআরেকবার ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত কাব্য রচনাও করলেন টেনিসের কোর্টেপ্রথম তিন সেটে সমান তালে লড়লেও শেষ দুই সেটে একদম প্রতিরোধ গড়তে পারেননি মুসেত্তিম্যাচ নির্ধারণী পঞ্চম সেটে তো এই ইটালিয়ান একটা গেমও জিততে পারেননিসাড়ে চার ঘণ্টার মহাকাব্যিক লড়াইয়ে পাঁচ সেটের থ্রিলারে জোকোভিচ ম্যাচটা জেতেন ৭-৫, ৬-৭ (৬/৮), ২-৬, ৬-৩, ৬-০ গেমেজোকোভিচ যখন কোর্টে নেমেছিলেন তখন স্থানীয় সময় রাত পৌনে এগারটাআর জয় নিশ্চিত করার সময় প্যারিসের রাত তখন ৩টা ৭ মিনিটমুসেত্তিকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করার পাশাপাশি অনন্য এক কীর্তিও গড়েছেন জোকোভিচগ্র্যান্ড স্লামে সর্বোচ্চ ম্যাচ জয়ে তিনি পাশে বসেছেন সুইজারল্যান্ডের কিংবদন্তি রজার ফেদেরারেরটেনিসের মেজর টুর্নামেন্টে এতদিন সর্বোচ্চ ৩৬৯ ম্যাচ জয়ে একক মালিকানা ছিল ফেডেক্মেরমুসেত্তির বিপক্ষে জয় এই কীর্তিতে ফেদেরারের পাশে বসিয়ে দিয়েছে জোকোভিচকেচতুর্থ রাউন্ডে জিতলে এই রেকর্ডেও এককভাবে চুঁড়ায় বসবেন সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচএএফপি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট

বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট