ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

ফেদেরারের পাশে জোকোভিচ

  • আপলোড সময় : ০২-০৬-২০২৪ ০৭:৫৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৪ ০৭:৫৫:২৪ অপরাহ্ন
ফেদেরারের পাশে জোকোভিচ ফেদেরারের পাশে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
নোভাক জোকোভিচের আবারও অগ্নি পরীক্ষা নিলেন বছর পনের ছোট্ট লোরেঞ্জো মুসেত্তি! কিন্তু ভাগ্য দেবতা এবারও সুপ্রসন্ন ছিল না তাঁর প্রতি! তিন বছর আগে এই রোলাঁ গাঁরোতে চতুর্থ রাউন্ডের লড়াইয়ে সার্বিয়ান তারকার বিপক্ষে প্রথম দুই সেট জিতেও শেষ হাসি হাসতে পারেননি ২২ বছরের এই ইতালিয়ানসেবার চোটের জন্য শেষ সেটটা না খেলে সরে দাঁড়াতে হয়েছিল তাঁকেপ্যারিসের লাল দূর্গে এবারও একপর্যায়ে ২-১ সেটে এগিয়ে গিয়েছিলেন তিনিকিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বিজয়ের হাসি এবারও হেসেছেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচই! ২০১৮ সালের পর এই প্রথম কোনো শিরোপা এমনকি একটি ফাইনাল না খেলেও প্যারিসে এসেছেন জোকোভিচফিটনেসের শঙ্কা উড়িয়ে শুরুও দুর্দান্ত করেছিলেন শীর্ষ বাছাই এই সার্বিয়ানকিন্তু তৃতীয় রাউন্ডে তাঁকে ভড়কেই দিয়েছিলেন মুসেত্তিপনের বছরের মধ্যে সবচেয়ে বাজে ফল নিয়ে বিদায়ের প্রবল শঙ্কায়ও পড়েছিলেন তিনিপ্রথম সেট জিতলেও পরের দুটি হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে ২-১ সেটে পিছিয়ে পড়েনকিন্তু তিনি চ্যাম্পিয়ন, প্রতিকুলতায় কিভাবে ঘুরে দাঁড়াতে তা ভালোভাবে তাঁর জানাআরেকবার ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত কাব্য রচনাও করলেন টেনিসের কোর্টেপ্রথম তিন সেটে সমান তালে লড়লেও শেষ দুই সেটে একদম প্রতিরোধ গড়তে পারেননি মুসেত্তিম্যাচ নির্ধারণী পঞ্চম সেটে তো এই ইটালিয়ান একটা গেমও জিততে পারেননিসাড়ে চার ঘণ্টার মহাকাব্যিক লড়াইয়ে পাঁচ সেটের থ্রিলারে জোকোভিচ ম্যাচটা জেতেন ৭-৫, ৬-৭ (৬/৮), ২-৬, ৬-৩, ৬-০ গেমেজোকোভিচ যখন কোর্টে নেমেছিলেন তখন স্থানীয় সময় রাত পৌনে এগারটাআর জয় নিশ্চিত করার সময় প্যারিসের রাত তখন ৩টা ৭ মিনিটমুসেত্তিকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করার পাশাপাশি অনন্য এক কীর্তিও গড়েছেন জোকোভিচগ্র্যান্ড স্লামে সর্বোচ্চ ম্যাচ জয়ে তিনি পাশে বসেছেন সুইজারল্যান্ডের কিংবদন্তি রজার ফেদেরারেরটেনিসের মেজর টুর্নামেন্টে এতদিন সর্বোচ্চ ৩৬৯ ম্যাচ জয়ে একক মালিকানা ছিল ফেডেক্মেরমুসেত্তির বিপক্ষে জয় এই কীর্তিতে ফেদেরারের পাশে বসিয়ে দিয়েছে জোকোভিচকেচতুর্থ রাউন্ডে জিতলে এই রেকর্ডেও এককভাবে চুঁড়ায় বসবেন সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচএএফপি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য