
‘সন্দেহজনক ঘোরাঘুরি’
সহযোগীসহ সেই মার্কিন নাগরিক কারাগারে
- আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:২৪:২০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:২৪:২০ পূর্বাহ্ন


ঢাকার মিন্টো রোডে গাড়িতে করে ‘সন্দেহজনকভাবে ঘোরাঘুরির’ সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত সেই মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী এবং তার সহযোগী এসএম গোলাম মোস্তফা আজাদকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন কৌঁসুলি কাইয়ুম হোসেন নয়ন। পাঁচ দিনের রিমান্ড শেষে এদিন দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর আক্তার মোর্শেদ। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। আসামিদের পরবর্তীতে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন। গত বুধবার তাদের পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছিল আদালত। গত ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টার দিকে এনায়েত করিম চৌধুরীকে আটক করে রমনা মডেল থানা পুলিশ। বিকালে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রমনা মডেল থানার এসআই আজিজুল হাকিম। তবে ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড আবেদন শুনানির জন্য ১৫ সেপ্টেম্বর দিন ঠিক করেন। এরই মাঝে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে রমনা মডেল থানায় মামলা করে পুলিশ। এরপর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ সেপ্টেম্বর দুই দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে ১৭ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে পুনরায় তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে গত মঙ্গলবার রাতে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার গোলাম মোস্তফা আজাদকেও এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। মামলার বিবরণ অনুযায়ী, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এনায়েত করিম চৌধুরী। তিনি ১৯৮৮ সালে আমেরিকায় যান ও ২০০৪ সালে আমেরিকান পাসপোর্ট পান। বর্তমানে বাংলাদেশের বৈধ অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য অন্যদেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে ৬ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক থেকে বাংলাদেশে আসেন। মামলায় বলা হয়েছে, গত শনিবার বেলা সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকায় প্রাডো গাড়িতে করে ‘সন্দেহজনকভাবে’ ঘুরতে থাকেন। তাকে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তার গাড়ি থামায়। কেন এখানে ঘোরাঘুরি করছেন, জানতে চাইলে তিনি পুলিশকে কোনো উত্তর দিতে পারেননি। এজন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং তার কাছে থেকে দুটি আইফোন জব্দ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ