ঢাকা , সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বায়ার্নের জয়রথ চলেছেই প্রিমিয়ার লিগে অঘটনের শিকার হলো চেলসি এবার ব্রেন্টফোর্ডের কাছেও হোঁচট খেলো লিভারপুল ৯৫০ গোল করে ইতিহাস গড়লেন রোনালদো নারী ক্রিকেটারের শ্লীলতাহানি ঘটনায় নিন্দা জানালো বিসিসিআই টেস্ট অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন শান্ত উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি আজ প্রথম টি-টোয়েন্টিয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১

যুক্তরাষ্ট্রের রেকর্ড গড়া জয়

  • আপলোড সময় : ০২-০৬-২০২৪ ০৭:৫৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৪ ০৭:৫৪:২১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের রেকর্ড গড়া জয়
স্পোর্টস ডেস্ক
চাপের মুখে ক্রিজে গিয়ে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করলেন অ্যারন জোন্সএকের পর এক বাউন্ডারিতে দলকে এগিয়ে নিলেন যুক্তরাষ্ট্রের মিডল-অর্ডার ব্যাটসম্যানশেষ পর্যন্ত নিখিল দত্তের বল ছক্কায় উড়িয়ে বিশ্বকাপের স্বাগতিকদের রেকর্ড গড়া জয় এনে দিলেন জোন্সডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রজোন্সের ৪০ বলে ৯৪ রানের ঝড়ে ১৯৫ রানের লক্ষ্য ১৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে স্বাগতিকরাটি-টোয়েন্টি বিশ্বকাপে এর চেয়ে বেশি রান তাড়া করে জয় আছে আর মাত্র দুটি২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ২৩০ রান ও ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ২০৬ রানআন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রান তাড়া করে জয়গত এপ্রিলে কানাডার বিপক্ষে ১৬৯ রানের লক্ষ্যে ৪ উইকেটে জিতেছিল তারাবিশ্বকাপে কোনো আইসিসি সহযোগী সদস্য দেশের এটিই সর্বোচ্চ দলীয় স্কোরপ্রথম ইনিংসে নেদারল্যান্ডসের ২০১৪ সালে ১৯৩ রান টপকে রেকর্ডটি নিজেদের করেছিল কানাডাঘণ্টা দুইয়ের ব্যবধানে তা কেড়ে নেয় যুক্তরাষ্ট্রস্বাগতিকদের রেকর্ড গড়া জয়ের মূল কারিগর জোন্স৪০ বলের ইনিংসে ৪টি চারের সঙ্গে তিনি মারেন ১০টি ছক্কাটি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা শুধু ক্রিস গেইলের২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১টিজোন্সকে দারুণ সঙ্গ দেন আন্দ্রিয়েস হাউস৪৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি৪২ রানে ২ উইকেট পড়ার পর মাত্র ৫৮ বলে ১৩১ রানের জুটি গড়ে তোলেন হাউস ও জোন্সসম্মিলিত তাণ্ডবে জয়ের জন্য ৭২ বলে ১৪৭ রানের সমীকরণকে ৩০ বলে ২৭ রানে নামিয়ে আনেন তারা দুজন! যে কোনো উইকেটে এটিই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রানের জুটিটি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় উইকেটে এর চেয়ে বড় জুটি আছে আর একটি২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও ওয়েন মরগ্যানের ১৫২ রানবিশাল লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই স্টিভেন টেইলরের উইকেট হারায় যুক্তরাষ্ট্রপাওয়ার প্লে শেষ হওয়ার পর ১৬ বলে ১৬ রান করে ফেরেন আরেক ওপেনার মোনাঙ্ক প্যাটেল৮ ওভারে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৪৮ রানসেখান থেকেই শুরু হাউস ও জোন্সের ঝড়পরের ৬ ওভারে আসে যথাক্রমে ১৯, ১৪, ১০, ১৫, ২০ ও ৩৩ রানচাপের মুখে পাল্টা আক্রমণে ছয় ওভারে ১১১ রান নেন হাউস ও জোন্সপুরোপুরি বদলে যায় ম্যাচের গতিবিধিনবম ওভারে প্রথম আক্রমণে এসে প্রথম ডেলিভারি 'নো' বল করেন নিখিলফ্রি হিটে করেন ওয়াইড বলবৈধ ফ্রি হিট বলে ছক্কায় ওড়ান হাউসদুই বল পর স্লগ সুইপে আরেকটি ছক্কা মারেন জোন্সএরপর আর থামাথামি নেইপ্রতি ওভারে ছক্কা মারতে থাকেন দুই ব্যাটসম্যানক্রয়োদশ ওভারে কানাডা অধিনায়ক সাদ বিন জাফরের বলে ৩টি ছক্কা মারেন জোন্সমাত্র ২২ বলে পৌঁছে যান পঞ্চাশেযুক্তরাষ্ট্রের হয়ে যা দ্রুততমসবচেয়ে বেশি তাণ্ডব বয়ে যায় জেরেমি গর্ডনের ওপরচতুর্দশ ওভারে ৩ ছক্কা ও ২ চারে ৩৩ রান দেন তিনিওভারের তৃতীয় বলে হাউসকে ডিপ মিড উইকেটে ক্যাচে পরিণত করেন গর্ডনকিন্তু নোবল হওয়ায় বেঁচে যান আগের বলে পঞ্চাশ ছোঁয়া হাউসসব মিলিয়ে ওই ওভারে ১১টি বল করেন গর্ডনবিশ্বকাপে এক ওভারে এর চেয়ে বেশি রান খরচের রেকর্ড শুধু স্টুয়ার্ট ব্রডের২০০৭ বিশ্বকাপে ইংলিশ পেসারের বলে ছয় ছক্কায় ৩৬ রান নেন ইউভরাজ সিংপঞ্চদশ ওভারে জোন্সকে ফেরানোর সম্ভাবনা জাগান কালিম সানাকিন্তু শর্ট থার্ড ম্যানে ক্যাচ নিতে পারেননি নিখিল৭১ রানে বেঁচে যান জোন্সপরে হাউসকে ফিরিয়ে নিখিলই ভাঙেন রেকর্ড জুটি৭ চারের সঙ্গে ৩ ছক্কা মেরে ফেরেন হাউসজুটি ভাঙলেও অবশ্য তাতে কোনো লাভ হয়নি কানাডারযে নিখিলের ওভারে ঘুরে দাঁড়ানোর শুরু, পরে সেই নিখিলের বলে ছক্কা মেরেই ম্যাচ শেষ করেন জোন্সএর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলে চার মারেন অ্যারন জনসনআরেক ওপেনার নাভনিত ধালিওয়াল দেখেশুনে খেললে উদ্বোধনী জুটিতে ৪৩ রান পায় কানাডাবাউন্ডারিতে শুরুর পর তৃতীয় ওভারে আলি খানের বলে তিনটি চার মারেন জনসনপাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন ১৬ বলে ২৩ রান করা জনসনতিন নম্বরে নেমে পারগাত সিং টিকতে পারেননিতৃতীয় উইকেটে নিকোলাস কার্টনকে নিয়ে ৩৭ বলে ৬২ রানের জুটি গড়ে তোলেন ধালিওয়ালবড় সংগ্রহের ভিত পেয়ে যায় কানাডা১৫তম ওভারে কোরি অ্যান্ডারসনের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন ৪৪ বলে ৬১ রান করা ধালিওয়াল৬ চারের সঙ্গে ৩টি চার মারেন তিনিএরপর দলকে দেড়শ পার করিয়ে থামেন কার্টনটি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটির ইনিংসে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ বলে ৫১ রান করেন ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানশেষ দিকে দুটি করে চার-ছক্কায় ১৬ বলে ৩২ রান করেন মোভা
সংক্ষিপ্ত স্কোর:
কানাডা: ২০ ওভারে ১৯৪/৫ (জনসন ২৩, ধালিওয়াল ৬১, পারগাত ৫, কার্টন ৫১, মোভা ৩২*, দিলপ্রিত ১১, হেলিগার ১*; আলি ৪-০-৪১-১, নেত্রাভালকার ২-০-১৬-০, হারমিত ৪-০-২৭-১, জাসদিপ ৩-০-২৪-০, শাকউইক ৩-০-৩৪-০, টেইলর ১-০-১৫-০, অ্যান্ডারসন ৩-০-২৯-১)
যুক্তরাষ্ট্র: ১৭.৪ ওভারে ১৯৭/৩ (টেইলর ০, মোনাঙ্ক ১৬, হাউস ৬৫, জোন্স ৯৪*, অ্যান্ডারসন ৩*; সানা ৪-০-৩৪-১, গর্ডন ৩-০-৪৪-০, হেলিগার ৩-০-১৯-১, সাদ ৪-০-৪২-০, নিখিল ২.৪-০-৪১-১, পারগাত ১-০-১৫-০)
ফল: যুক্তরাষ্ট্র ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: অ্যারন জোন্স
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য