ঢাকা , বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেষ মুহূর্তে চলছে দুর্গাপূজার প্রস্তুতি উত্তরায় ফুটপাত থেকে দৈনিক অর্ধকোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহতের পর বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা ফরিদপুরে চাঁদা না পেয়ে ১৬ গাড়ি ভাঙচুর, যুবদল নেতা গ্রেফতার চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২০ প্রার্থী টঙ্গীতে মোবাইলের মাধ্যমে হ্যাকাররা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মৌলভীবাজারে শেভরনের গ্যাস পাইপলাইনে আগুন, দগ্ধ ২ ট্রেনিং কার্যক্রমে ড্রাইভিং স্কুলগুলোকে সম্পৃক্ত করার দাবি রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি স্থগিত, শিক্ষকদের শাটডাউন অব্যাহত কুষ্টিয়ায় ডাকাতির সময় শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণ : গ্রেফতার ৩ শুরু ১৭ ডিসেম্বর বইমেলা নিয়ে যা বললেন কবি-লেখকরা মাদক মামলায় জেল খাটছেন আরেকজন, মূল আসামির আত্মসমর্পণে বিপত্তি ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হাসপাতালে ৬৬৮ রোগী হাজার হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের দাপুটে জয় ৬৪টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে ফিফা! আগামী সোমবার থেকে বিক্রি শুরু হবে বাংলাদেশ-হংকং ম্যাচের টিকেট যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করলো আইসিসি হংকং সিক্সেসে অধিনায়কের দায়িত্ব পেলেন দীনেশ কার্তিক শান মাসুদের উপরই ভরসা রাখছে পিসিবি

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ভয়াবহ সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ৩০

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:১৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:১৬:০৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ভয়াবহ সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ৩০
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে টেঁটাবিদ্ধ হয়েছেন ১০ জন। গতকাল সোমবার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- সামিয়া বেগম (২০), হুসনা বেগম (৩৫), কাসেম মিয়া (৩৬), সফিক মিয়া (৩৭), নাজির মিয়া (৩৮), সাবু মিয়া (৪০), নাসির মিয়া (৪১), লাল মিয়া (৫৫), সেন্টু মিয়া (৪৫), কামাল মিয়া (৩৫), রাবিয়া বেগম (৩৫), আজিজুল মিয়া (৩৫), সালাতুল বেগম (২৬), আলী আকবর (৫০), মিজান মিয়া (২৯), করমুস মিয়া (২৯), শাহবাজ (৫৬), এরশাদ (৩৩), সরলা বেগম (৪৫), সাক্কল মিয়া (৪৫), রুজেল মিয়া (১২), আশিক মিয়া (৩২), ইসলাম মিয়া (৩৫), সাগর মিয়া (২২), তাহেরা বেগম (২০), জবনুর মিয়াসহ (২২) অন্তত ৩০ জন। স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানপুর গ্রামের গোলাপ মিয়া ও ফিরুজ মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার থানা-পুলিশ ও গ্রাম্য সালিশে সমাধানের চেষ্টা হলেও মূল দ্বন্দ্ব থেকে যায়। গতকাল সোমবার সকালে খেয়া নৌকা পারাপারকে কেন্দ্র করে ফিরুজ আলী ও আলী আকবরের সমর্থকদের সঙ্গে গোলাপ মিয়ার লোকজনের কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পিন্টু কুমার দাস বলেন, টেঁটাবিদ্ধ ১০ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক কালবেলাকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র টেঁটা ও ঢাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ