ঢাকা , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দুর্গাপূজা ভারত বাংলাদেশ যৌথ ঐতিহ্যের প্রতিফলন-ভারতীয় হাইকমিশনার বাড্ডায় মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় অপরাধীদের বিরুদ্ধে হার্ডলাইনে এনসিপি গণপিটুনি ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু বেড়েছে অচলের বোঝা বইছে রেল দেশের রেললাইন ঝুঁকিতে ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়-ফরহাদ মজহার পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যেই ফিরবে, আশা অর্থ উপদেষ্টার বদলে গেছে আদালতের সংস্কৃতি ও জনগণের প্রত্যাশা : প্রধান বিচারপতি অক্টোবরে ১২ দিনের কর্মসূচি দিলো জামায়াত বিভাগ হচ্ছে ফরিদপুর ও কুমিল্লা খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ ও সহিংসতার ঘটনায় ৪১ নাগরিকের বিবৃতি পাহাড়ে বহিরাগত দিয়ে দেশীয়-অটোম্যাটিক অস্ত্রে গুলি করা হচ্ছে কেউ বলে, এই সরকার ৫-১০ বছর, এমনকি ৫০ বছর পর্যন্ত থাকুক মধ্যস্বত্বভোগীর কারসাজিতে খাদ্যপণ্যে ভোক্তার নাভিশ্বাস উগ্রবাদীগোষ্ঠী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে - ফরিদপুরে কেন্দ্রীয় যুবদল নেতা পিংকু পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান স্বচ্ছতা ও সততার পথে পরিচালক মোবারক হোসেন বাসে নারীর শ্লীলতাহানির অভিযোগ, আটক ২
ন্যায্য বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে পরিবহণ শ্রমিকরা

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:১০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:১০:১০ পূর্বাহ্ন
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
রাজশাহী প্রতিনিধি ন্যায্য বেতন বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সোমবার সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন চালক, হেলপার ও সুপারভাইজাররা। ফলে হঠাৎ করেই যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে পড়ে। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের বেতন বাড়ানো হয়নি। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রিপে ১৫ বছর আগেই চালকের জন্য নির্ধারিত হয়েছিল ১ হাজার ৩৫০ টাকা, সুপারভাইজারের জন্য ৫৭০ টাকা এবং হেলপারের জন্য ৫৩০ টাকা। এতদিন পরও সেই হার বহাল রয়েছে। রাজশাহী থেকে ঢাকাগামী বাসেও চালক পান মাত্র ১ হাজার ২০০ টাকা, হেলপার ৬০০ টাকা এবং সুপারভাইজার আরও কম। এত সামান্য আয় দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে বলে অভিযোগ শ্রমিকদের। তাদের মূল দাবি হলো, প্রতিটি ট্রিপে চালকের বেতন ২ হাজার টাকা, সুপারভাইজারের ১ হাজার ১০০ টাকা এবং হেলপারের ১ হাজার টাকা করতে হবে। পাশাপাশি হোটেল ভাড়া বাবদ ২০০ টাকা এবং প্রতিবার খাবারের জন্য জনপ্রতি ১০০ টাকা দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া প্রতি বছর বোনাস দেওয়ার দাবিও তুলেছেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, মালিকদের সঙ্গে বারবার বৈঠক হলেও বাস্তব কোনো সমাধান হয়নি। গত ২৩ আগস্ট বাস চলাচল বন্ধ করে আন্দোলন করলে মালিকরা বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখনো তা কার্যকর হয়নি। এ কারণে তারা আবারও কর্মবিরতির পথ বেছে নিয়েছেন। এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেক যাত্রী টিকিট কেটে বাসস্ট্যান্ডে এসে জানতে পারেন বাস চলছে না। হঠাৎ ট্রেনের টিকিটও পাওয়া সম্ভব হয়নি। যে কয়েকটি কোম্পানির বাস চলাচল করছে, সেগুলোর টিকিটেরও ব্যাপক সংকট দেখা দিয়েছে। রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, একতার বাসে চালক পান ১ হাজার ৭৫০ টাকা, কিন্তু অন্য কোম্পানিগুলোতে এখনো ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকার মধ্যে সীমাবদ্ধ। মালিকরা বারবার আশ্বাস দিলেও শ্রমিকদের দাবি পূরণ হচ্ছে না। তাই আন্দোলন ছাড়া আর কোনো উপায় থাকছে না। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, ২১ সেপ্টেম্বর মালিক-শ্রমিক বৈঠকের কথা থাকলেও মালিকপক্ষ হঠাৎ তারিখ পরিবর্তন করায় হতাশ হয়ে শ্রমিকরা ধর্মঘটে নেমেছেন। বাস মালিকরা জানিয়েছেন, শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা চলছে। দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে। প্রতিবেদন লেখা অবস্থায় বাস চলাচল বন্ধ থাকে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়

মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়