ঢাকা , বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেষ মুহূর্তে চলছে দুর্গাপূজার প্রস্তুতি উত্তরায় ফুটপাত থেকে দৈনিক অর্ধকোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহতের পর বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা ফরিদপুরে চাঁদা না পেয়ে ১৬ গাড়ি ভাঙচুর, যুবদল নেতা গ্রেফতার চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২০ প্রার্থী টঙ্গীতে মোবাইলের মাধ্যমে হ্যাকাররা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মৌলভীবাজারে শেভরনের গ্যাস পাইপলাইনে আগুন, দগ্ধ ২ ট্রেনিং কার্যক্রমে ড্রাইভিং স্কুলগুলোকে সম্পৃক্ত করার দাবি রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি স্থগিত, শিক্ষকদের শাটডাউন অব্যাহত কুষ্টিয়ায় ডাকাতির সময় শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণ : গ্রেফতার ৩ শুরু ১৭ ডিসেম্বর বইমেলা নিয়ে যা বললেন কবি-লেখকরা মাদক মামলায় জেল খাটছেন আরেকজন, মূল আসামির আত্মসমর্পণে বিপত্তি ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হাসপাতালে ৬৬৮ রোগী হাজার হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের দাপুটে জয় ৬৪টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে ফিফা! আগামী সোমবার থেকে বিক্রি শুরু হবে বাংলাদেশ-হংকং ম্যাচের টিকেট যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করলো আইসিসি হংকং সিক্সেসে অধিনায়কের দায়িত্ব পেলেন দীনেশ কার্তিক শান মাসুদের উপরই ভরসা রাখছে পিসিবি

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপি’র বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০২:০৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০২:০৮:০০ অপরাহ্ন
শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপি’র বৈঠক অনুষ্ঠিত
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নিয়েছেন। ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, তপন চৌধুরী, এ কে আজাদ, নাসিম মনজুর, কামরান টি রহমান, আহসান খান চৌধুরী, তাসকিন আহমেদ, এম এ হাতেম, ফজলে এশান শামীম, ডা. রশিদ আহমেদ হোসেনী প্রমুখ। দেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে। এর আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্যবসায়ী নেতারা জানান, কোনো রাজনৈতিক ইস্যু নয় বরং ব্যবসা-বাণিজ্যকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং এলডিসি গ্রাজুয়েশন ও চলমান শ্রম আইন সংশোধন ইস্যুতে তারা বিএনপি নেতাদের সঙ্গে কথা বলবেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ বলেন, দেশের ব্যবসা বাণিজ্য কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমরা কথা বলেছি। এছাড়া এলডিসি গ্রাজুয়েশন ও শ্রম আইন সংস্কার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন এই আলোচনায় নেতৃত্ব দেন বিজিএমইএ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগকারীরা আগামী নির্বাচনের অপেক্ষায় আছেন। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা নয়, বিদেশি বিনিয়োগকারীদেরও একটাই কথা তারা নির্বাচনের অপেক্ষায় আছে। একেবারে পরিষ্কার ভাষায় বলেছেন তাদের সব সিদ্ধান্ত স্থগিত রেখেছেন নির্বাচন না হওয়া পর্যন্ত। বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে, কিন্তু সবাই অপেক্ষা করছেন নির্বাচনের জন্য। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি উত্তরণ স্থগিত নয় বরং অন্তত তিন বছর পেছানো প্রয়োজন। এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। এ ছাড়া ২০ জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়ন করা যাবে, এমন কিছু কার্যকর হলে ইউনিয়নের অপব্যবহার হবে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি। প্রসঙ্গত, গত সপ্তাহে হঠাৎ করেই জামায়াত ইসলামের আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতারা সাক্ষাৎ করলে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর এক সপ্তাহের মাথায় বিএনপি’র সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ব্যবসায়ী নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ